ভাতারে চুরির পর রসগোল্লা খেয়ে পালাল দুষ্কৃতীরা
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বর্ধমান: দেওয়াল কেটে পরপর দু’টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ভাতার থানার শিবদা এলাকায়। ইলেকট্রিক সামগ্রী লুটের পর মিষ্টির দোকানে বসে শীতের রাতে জমিয়ে গরম ল্যাংচা, রসগোল্লা খেল চোরের দল। রবিবার গভীর রাতে শিবদা বাসস্ট্যান্ড এলাকায় দেওয়াল কেটে পরপর দু’টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। নগদ টাকা ও লক্ষাধিক টাকার ইলেকট্রিক সামগ্রী চুরির পাশাপাশি মিষ্টির দোকানে ঢুকে ল্যাংচা ও রসগোল্লা খেয়ে যাওয়ার ঘটনায় চোরদের দুঃসাহস দেখে হতবাক এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। জানা গিয়েছে, শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের ইলেকট্রিক সামগ্রীর দোকানে ওইদিন গভীর রাতে চুরি হয়। দেবাশিসবাবু বলেন, দোকানের পিছন দিকের কংক্রিটের দেওয়াল কেটে ভিতরে ঢুকে চোরের দল লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার, ফ্যান, গিজার সহ বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। এরপর ঠিক পাশেই অবস্থিত মিষ্টি ব্যবসায়ী রাম ঘোষের দোকানে মাটির দেওয়াল কেটে ঢোকে দুষ্কৃতীরা।
Link to this news (বর্তমান)