• সাবেকিয়ানায় ইতি, কাটোয়া-কালনা জুড়ে এআই কিউট সরস্বতী প্রতিমা গড়ার হিড়িক
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাটোয়া: বাগদেবীর পুজোয় বাসন্তী রংয়ের শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেওয়ার রীতি বহুকাল আগে থেকেই চলে আসছে। শুদ্ধ মন্ত্রোচ্চারণ, ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তু তে।’ শ্বেতবস্ত্র পরা টানা টানা দেবী প্রতিমার চোখ- এক আলাদাই ভক্তিভাব জাগিয়ে নষ্টালজিয়া কাজ করে।  কিন্তু যত সময় এগচ্ছে সরস্বতী প্রতিমায় সাবেকিয়ানা মুছে উঠে আসছে নানান ট্রেন্ড। স্মার্টফোনের দৌলতে এআই এখন রীতিমতো সবার হাতের কেরামতি। কেউ এআই দিয়েই নিজের ছবিকে আরও চার্মিং করে তুলছেন। আবার কেউ এআই দিয়ে ডিজিটাল প্লাটফর্মগুলিতে নিজের ভয়েস চেঞ্জ করে চমকে দিচ্ছেন সবাইকে! আর এসব ছাপিয়ে এবার অনেকেই সরস্বতী প্রতিমা গড়ার কাজেও এআই ব্যবহার করছেন। এআই কিউট প্রতিমা গড়ার হিড়িক পড়ে গিয়েছে কাটোয়া-কালনা জুড়ে। কাটোয়া শহরের পালপাড়ায় মৃৎশিল্পীদের কাছে এআই কিউট প্রতিমা গড়ার নানা আবদার আসছে। চিরাচরিত ব্যবস্থা ছেড়ে মৃৎশিল্পীরাও খরিদ্দারের মন জোগাতে এআই কিউট প্রতিমা গড়ছেন। এখানেই থেমে নেই, প্রযুক্তির যুগে ছোটো ছেলে, মেয়েদের হাতে খড়ি দেওয়ার জন্য বিক্রি কমছে কালো পাথরের শ্লেটের। বাজারে এসেছে ডিজিটাল শ্লেট, পেনসিল! ব্যাটারি লাগানো ওই শ্লেট দেদার বিকোচ্ছে সরস্বতী পুজোর আগে। ডিজিটাল শ্লেট, পেনসিলে লিখে আবার মোছাও যাচ্ছে। যা দেখতে অনেকটাই ট্যাবের মতো।এআই সরস্বতী লুক তৈরি করে পুজো উদ্যোক্তারাই কাগজের প্রিন্ট মৃৎশিল্পীদের হাতে দিচ্ছেন। ওই সরস্বতী দেখতে অনেকটাই কার্টুনের মতো।  আগেও দাঁইহাটের রাস উৎসব, কাটোয়ার কার্তিক লড়াই, গণেশ পুজোয় অনেকটা এই ধরনের মূর্তি দেখা গিয়েছে। তবে সেগুলি ছিল কার্টুন চরিত্র অনুযায়ী। এবার সরাসরি এআই দিয়ে কমপিউটারে দেবী সরস্বতীর মুখাবয়ব পরিবর্তন করা হচ্ছে। আর তা দেখেই তৈরি হচ্ছে প্রতিমা। এই ধরণের প্রতিমা গড়তে কোনও ছাঁচের প্রয়োজন পড়ছে না। মাটি দিয়ে হাতের কেরামতিতেই তৈরি হচ্ছে এআই সরস্বতী। কাটোয়া শহরে এবার তিনটি ক্লাব এই ধরনের এই প্রতিমার বায়না দিয়েছে। আর কালনা শহরে ১০টি প্রতিমার বরাত দেওয়া হয়েছে পূর্বস্থলীর পাটুলিতে।পূর্বস্থলীর পাটুলির মৃৎশিল্পী নারায়ণ পালের কথায়, সাবেকিয়ানা হচ্ছে বটে। তবে তা সংখ্যায় কম, এখন এআই-এর যুগ। সবাই এআই প্রযুক্তি দিয়ে প্রতিমার মুখাবয়ব পরিবর্তন করে আমাদের সেভাবে প্রতিমা বানিয়ে দিতে বলছেন। আমাদেরও খরিদ্দারের মন জোগাতে কিউট প্রতিমা গড়ে দিতে হচ্ছে। কালনা শহর থেকে এবার অন্তত ১০টি এমন প্রতিমা গড়ার বরাত এসেছে।কাটোয়া শহরের প্রান্তিকপাড়ার পুজো উদ্যোক্তা আকাশ সেনগুপ্ত, প্রলয় কর্মকার, মনোজ পোদ্দাররা বলেন, এখন সামাজিক মাধ্যম খুললেই এআই সরস্বতী প্রতিমার ছড়াছড়ি। দর্শকদের চমক দিতে ট্রেণ্ড বদলাচ্ছি আমরাও। তবে ভিন্ন সুর শহরের আর এক পুজো উদ্যোক্তার গলায়। উদ্যোক্তা অনুরাগ ঘোষ বলছেন, আমরা চলতি ট্রেন্ডে গা ভাসাই না। প্রতিবছরের মতো এবারও আমরা দেবী সরস্বতীর সাবেকিয়ানার প্রতিমাই গড়েছি।
  • Link to this news (বর্তমান)