• চুনাভাটির আবাসনে দুষ্কৃতী তাণ্ডবে ধৃত দু’পক্ষের ৮, অধরা প্রোমোটার, নিরাপত্তা নিয়ে আতঙ্কে বাসিন্দারা
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চুনাভাটির একটি আবাসনে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ফ্ল্যাটের বাসিন্দারা। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। যদিও এখনও মূল অভিযুক্ত প্রোমোটার মহম্মদ সাকিব অধরা। এই ঘটনার জেরে আবাসন সহ ওই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।ওই আবাসনের একাধিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন বাসিন্দারা। অভিযোগ, নিয়মিত রক্ষণাবেক্ষণের টাকা নেওয়া হলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা করা হয়নি। ফলে বিদ্যুৎ পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পাশাপাশি বহু বাসিন্দা এখনও পর্যন্ত ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি হাতে পাননি বলেও অভিযোগ। এ নিয়ে কয়েকদিন আগে নাজিরগঞ্জ ফাঁড়িতে গেলে পুলিশের সামনেই বাসিন্দাদের একাংশকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার বিকালে পুলিশের মধ্যস্থতায় প্রোমোটারের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। কিন্তু বৈঠক শুরুর আগেই একদল বহিরাগত দুষ্কৃতী আবাসনের ভিতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। হামলায় তিন মহিলা সহ মোট আটজন গুরুতর জখম হন। অভিযোগ, হামলার পর দুষ্কৃতীদের নিয়ে পালিয়ে যায় প্রোমোটার। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বাসিন্দাদের কয়েকজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে। ফ্ল্যাটের বাসিন্দারা বলেন, ‘বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে প্রোমোটার নিজেই আমাদের উপর হামলা চালিয়েছে। অথচ নিরীহ বাসিন্দাদের পুলিশ গ্রেপ্তার করেছে!’তাঁদের আরও অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে রাত পর্যন্ত বসিয়ে রাখে পুলিশ। অথচ অপরপক্ষের লিখিত অভিযোগ জমা নেয় তারা। তার ভিত্তিতেই উভয়পক্ষের মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতদের হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, ৭০টি ফ্ল্যাটের মধ্যে প্রায় ৫০টিতে পরিবার নিয়ে বসবাস করছেন তাঁরা। বাকি ফ্ল্যাটগুলিতে কারা যাতায়াত করছে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য নেই। অভিযোগ, সেখানে নিয়মিত বহিরাগতদের আনাগোনা ও সমাজবিরোধী কার্যকলাপ চলছে। আবাসনে কোনও নিরাপত্তারক্ষী না থাকায় পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন আবাসিকরা। অবিলম্বে পুলিশি নিরাপত্তার দাবি তুলেছেন তাঁরা। এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘মারামারির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)