বেহাল বাসন্তী হাইওয়ে, মেরামতির দাবি জানিয়ে পূর্তদপ্তরকে চিঠি লালবাজারের
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৮ ডিসেম্বর, ২০২৫। ভাঙড় ডিভিশনের অন্তর্গত মাধবপুর থানা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান এক প্রৌঢ়। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৪৯ বছরের নিউটাউনের ওই বাসিন্দার। বাসন্তী হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটে।১১ ডিসেম্বর, ২০২৫। লাউহাটি থেকে বাসন্তী হাইওয়ে ওঠার মুখে গাড়ির ধাক্কায় মৃত্যুর হয় এক বৃদ্ধার। নিয়ন্ত্রণ হারিয়ে ৮০ বছর বয়সি ওই পথচারীরকে ধাক্কা দেয় একটি গাড়ি। ঘটনাস্থল থেকে রক্তাক্ত বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ট্রমা কেয়ার সেন্টারের রেড জোনে ভর্তি করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। প্রাণঘাতী দু’টি দুর্ঘটনাই ঘটে কলকাতা পুলিশে সংযুক্ত হওয়া ভাঙড় ট্রাফিক গার্ডের এলাকায়। কেন পরপর দুর্ঘটনা ঘটছে? এনিয়ে ভাঙড় ট্রাফিক গার্ডের কাছে রিপোর্ট চায় লালবাজার। সূত্রের খবর, নতুন বছরে সেই রিপোর্ট জমা পড়েছে ট্রাফিক বিভাগে। তাতে বলা হয়েছে, ভাঙড় ট্রাফিক গার্ডের আওতায় অধিকাংশ রাস্তার অবস্থা বেহাল। তার জেরেই বাড়ছে দুর্ঘটনা। ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে ছোটে গাড়ি। আচমকাই ভাঙা রাস্তা চলে আসায় গাড়ি নিয়ন্ত্রণে রাখতে অসুবিধা হচ্ছে চালকদের। ভাঙড় রোড, বাসন্তী হাইওয়ের ১৬ কিলোমিটার ভাঙড় ট্রাফিক গার্ডের অংশ। এছাড়াও ঘটকপুকুর রোডের একাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।ট্রাফিক বিভাগ সূত্রে খবর, বাসন্তী হাইওয়ে সহ ৮টি রাস্তা বেহাল বলে চিহ্নিত হয়েছে। সেই রাস্তাগুলির দ্রুত মেরামতির প্রয়োজন। এই মর্মে রাজ্য সরকারের পূর্তদপ্তরের কাছে আর্জি জানিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের তরফে সংশ্লিষ্ট দপ্তরকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ভাঙড় ট্রাফিক গার্ড এলাকার সমস্ত ভাঙাচোরা রাস্তা দ্রুত সারিয়ে দেওয়া হোক। ট্রাফিক বিভাগের ফেটাল স্কোয়াডের আধিকারিকরা জানাচ্ছেন, যে কোনও প্রাণঘাতী দুর্ঘটনার ক্ষেত্রে কয়েকটি কারণ থাকে। প্রথমত, চালক বেপরোয়া হলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটাতে পারে। দ্বিতীয়ত, রাস্তার অবস্থা খারাপ থাকলে এবং তৃতীয়ত, রাস্তায় দৃশ্যমানতা কম থাকলে। ট্রাফিক বিভাগের এক কর্তা বলেন, প্রথম কারণের ক্ষেত্রে সচেতনতার বার্তা, জরিমানা করে ভাঙড়ে অনেকাংশে দুর্ঘটনা হ্রাস পেয়েছে। ২০২২ সালের তুলনায় প্রায় ৩৮ শতাংশ কমে গিয়েছে প্রাণঘাতী দুর্ঘটনার হার। কিন্তু, রাস্তার হাল খারাপ হলে চালক সচেতন হলেও দুর্ঘটনা ঘটতে পারে। তার জেরেই ভাঙড়ের সব রাস্তা দ্রুত সারাইয়ের আর্জি জানিয়েছে পুলিশ।কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি লালবাজারের চিঠির জবাবে জানিয়েছে, ভাঙড় ট্রাফিক গার্ডের অন্তর্ভুক্ত এলাকার রাস্তা মেরামতির কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। জানুয়ারি মাসের মধ্যেই রাস্তা মেরামতির কাজ শুরু হওয়ার আশ্বাস দিয়েছে কেএমডিএ। ফাইল চিত্র