• ভোটের আগে এক ডজনেরও বেশি স্যাটেলাইট হেলথ সেন্টার, শহরবাসীকে উপহার দিতে চায় কলকাতা পুরসভা
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে শহরবাসীদের আরও এক ডজনেরও বেশি স্যাটেলাইট হেলথ সেন্টার বা প্রাথমিক পুর-স্বাস্থ্যকেন্দ্র উপহার দিতে চলেছে কলকাতা পুরসভা। তার মধ্যে খুব শীঘ্রই পাঁচটির উদ্বোধন হতে চলেছে বলে জানা গিয়েছে।৮১ নম্বর ওয়ার্ডে নিউ আলিপুর রেল স্লাইডিংয়ে দুর্গাপুর কলোনিতে, ৯৪ নম্বর ওয়ার্ডের পাইপ কলোনির কাছে প্রিন্স গুলাম মহম্মদ শাহ রোডে, কাশীপুর অঞ্চলে পুরসভার ১ নম্বর ওয়ার্ডে কামেশ্বর চ্যাটার্জি রোড, ৮৮ নম্বর ওয়ার্ডের চন্দ্র মণ্ডল লেন, ট্যাংরা ৫৮ নম্বর ওয়ার্ডে গোবিন্দ খটিক রোডে শীঘ্রই উদ্বোধন হবে সুস্বাস্থ্যকেন্দ্র। পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এর বাইরেও আরও ১১টি পুর স্বাস্থ্যকেন্দ্র বা স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি রয়েছে। উদ্বোধনের দিনক্ষণ ঠিক হলে খুব দ্রুত তা জানিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, চেষ্টা করা হচ্ছে যাতে ভোট ঘোষণার আগেই ১৬টি তৈরি হয়ে থাকা স্যাটেলাইট হেলথ সেন্টার উদ্বোধন করে দেওয়া যায়।বর্তমানে শহরের বুকে ২৪টি স্যাটেলাইট হেলথ সেন্টার চলছে। আরও ১৬টি চালু হওয়ার পর সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০। এর বাইরে আরও ৩২টি পুর-স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ চলছে। পাশাপাশি আরও আটটি স্যাটেলাইট হেল্প সেন্টার গড়া হবে। বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে একটি করে প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এর বাইরে আরও দ্বিতীয় একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ার উদ্যোগ হয়। বিভিন্ন ওয়ার্ডে জনসংখ্যার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত। একটা হেলথ সেন্টারের উপর রোগীর চাপ পড়ে। সেই জায়গায় দুটি হেলথ সেন্টার ওয়ার্ডের দু’প্রান্তে হলে আমজনতার যাতায়াতে সুবিধা হবে। সেই ভাবনাচিন্তা থেকেই স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরির সিদ্ধান্ত। করোনাকালে এই সিদ্ধান্ত গৃহীত হলেও পরবর্তীকালে নানা জটিলতায় কাজ শুরু করতে দেরি হয়ে যায়। পাশাপাশি কলকাতা শহরের বুকে স্থান সংকুলানের জন্য স্যাটেলাইট সেন্টার তৈরির জমি পাওয়া যাচ্ছিল না। ফলে কাজ অনেকটাই বিলম্বিত হয়।পুরসভার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রত্যেকটি হেলথ সেন্টারের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ৩৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। নতুন এই পুর স্বাস্থ্যকেন্দ্রগুলি পুরোদমে চালু হয়ে গেলে আগামী দিনে প্রয়োজনে শহরের বাকি থাকা সমস্ত ওয়ার্ডেই আরও একটি করে স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি করা যাবে। কিন্তু তার জন্য জমির প্রয়োজন। সেটাই আসল মাথাব্যথা পুর কর্তৃপক্ষের।স্বাস্থ্য বিভাগের ৬ শূন্যপদে নিয়োগনিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভায় স্বাস্থ্য বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্প্রতি। নেওয়া হবে খাদ্য পরীক্ষাগারের কর্মী থেকে পুর-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। স্থায়ী নয় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে। ল্যাব সহকারী পদে তিনজন ও স্বাস্থ্যকেন্দ্রের জন্য তিনজন চিকিৎসক নিয়োগ করা হবে।নিয়োগ হবে ‘ওয়াক ইন’ ইন্টারভিউয়ের মাধ্যমে। জেনারেল কোটায় একজন, এসসি’তে একজন ও ইকনমিক্যালি উইকার সেকশন থেকে একজনকে জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন ২০ হাজার ৫০ টাকা। দেশের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ডিগ্রি নিয়ে বিএসসি হতে হবে। ২১ জানুয়ারি ইন্টারভিউ। বয়স ন্যূনতম ২১ বছর। ইচ্ছুক প্রার্থীরা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য ও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। সমস্ত নথি জমা দিয়ে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। সঙ্গে রাখতে হবে সমস্ত ধরনের রেজাল্ট, সার্টিফিকেট, ছবি ও পরিচয়পত্র।এদিকে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আওতায় খিদিরপুর আরবান কমিউনিটি হেলথ সেন্টার তিনজন চিকিৎসক নিয়োগ করা হবে। যার অন্যতম শর্ত হল স্থানীয় ভাষা জানা। মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ করা হবে তিনটি শূন্যপদে। জেনারেল কোটায় একটি, এসসি কোটায় একটি ও ওবিসি কোটায় একটি আসন রয়েছে। মাসে ৬০ হাজার টাকা বেতন। এই ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি। একবছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ। থাকতে হবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলার রেজিস্টার নম্বর। আগামী কাল, ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ইচ্ছুক প্রার্থীরা বিষদে জানতে ও আবেদনপত্রের জন্য পুরসভার ওয়েবসাইট দেখতে পারেন। এই ক্ষেত্রেও বাধ্যতামূলকভাবে হতে হবে এই রাজ্যের বাসিন্দা।
  • Link to this news (বর্তমান)