আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার রাত ৯.১৫ মিনিট নাগাদ পূর্ব কলকাতার বানতলার লালকুঠি এলাকার একটি প্লাস্টিক তৈরি কাঁচামালের গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। যদিও হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও দমকল সূত্রে খবর, সোমবার রাত ৯টার একটু পর আচমকা আগুন লাগে ওই গোডাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৫টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হাওয়া দেওয়ার ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। যদিও তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
যে গুদামে আগুন লেগেছিল সেখান থেকে কিছু দূরে ঘনবসতিপূর্ণ এলাকা থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই গুদামের ভেতরে যারা ছিলেন আগুন লাগার পরেই তারা বাইরে বেরিয়ে যান।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি তপসিয়ার একটি কারখানায় আগুন লাগে। দমকলের ১১টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৫ জানুয়ারি বড়বাজারের বনফিল্ড লেনে রাসায়নিকের একটি গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ছ’টি ইঞ্জিন। ঘণ্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। গত ১৪ জানুয়ারি বি বি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবপত্রের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একের পর এক ইঞ্জিন। গত ৭ জানুয়ারি আনন্দপুরের নোনাডাঙায় মাতঙ্গিনী কলোনি বস্তিতে আগুন লাগে। পৌঁছোয় দমকলের ৭টি ইঞ্জিন। ওই ঘটনায় বস্তির একাধিক ঘর পুড়ে যায়।