বেঙ্গালুরু: মেয়ের যোগ রয়েছে সোনা পাচারে। সেই মামলায় খাটছে জেল। এবার বাবার কুকীর্তি ফাঁস! যার ফলে আরও বিপাকে কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাও। সোনা পাচারে যুক্ত থাকার অভিযোগে জেলবন্দি রয়েছেন তার মেয়ে তথা কন্নড় অভিনেত্রী রান্যা। এবার ফাঁস হল পুলিশকর্তার আপত্তিকর ভিডিয়ো। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, উর্দি পরিহিত অবস্থাতেই এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন রামচন্দ্র। ডিজিপি অফিসের অন্দরের এই গোপন রেকর্ডিং প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। যার ফলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার। ডিজিপি কে রামচন্দ্র রাওকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।ভিডিয়োতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি নাকি ণপরবতীপ্রায়ই ডিজিপি অফিসে আসতেন। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। অফিসের কাজের সময়েই দু’জনকে একাধিকবার ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। ৪৭ সেকেন্ডের এই ভিডিয়োটি আদতে একাধিক ক্লিপিংস জুড়ে তৈরি করা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে রামচন্দ্র বলেছেন, ‘প্রযুক্তি ব্যবহার করে ওই ভুয়ো ভিডিয়ো তৈরি করা হয়েছে।’ তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আগে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের বাসভবনে গিয়েছিলেন রামচন্দ্র। কিন্তু তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেননি বলে জানা গিয়েছে। কর্ণাটক সরকার সূত্রে খবর, ভিডিয়ো সত্যি হলেন ডিজিপি পদ থেকে বরখাস্তও করা হতে পারে রামচন্দ্রকে।