উদ্বোধনের পরেই যেন চলমান ডাস্টবিন! ভারতের প্রথম প্রিমিয়াম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের ভাইরাল ভিডিয়ো নিয়ে হইচই
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি, ২০ জানুয়ারি: উদ্বোধনের পর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই পাল্টে গেল হাওড়া-গুয়াহাটি(কামাখ্যা) রুটের ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ভিতরের চিত্র। ঝাঁচকচকে ট্রেনের অন্দরে ছড়িয়ে রয়েছে প্লাস্টিকের প্যাকেট ও চামচ। স্বাভাবিকভাবেই উদ্বোধনের দিনই যাত্রীদের আচরণ নিয়ে উঠছে প্রশ্ন। গত ১৭ জানুয়ারি, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদহ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই অত্যাধুনিক ট্রেনটি। এখনও বাণিজ্যিক পরিষেবা শুরু হয়নি বন্দে ভারত স্লিপারের। তবে উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে ট্রেনের ভিতরের যত্রতত্র নোংরা, প্লাস্টিক ছড়িয়ে থাকতে দেখা যায়।ভিডিওটি এক ব্যক্তি তার এক্স হ্যান্ডলে পোস্ট করেন। সঙ্গে তিনি যাত্রীদের সাধারণ বোধ নিয়ে ক্ষোভপ্রকাশও করেন। এরপরই নেটিজেনদের একাংশ যাত্রীদের কড়া সমালোচনা করেন। অনেকেই বলেন, ‘বিশ্বমানের পরিকাঠামো তৈরি করলেই হবে না, তা রক্ষণাবেক্ষণের মানসিকতা না থাকলে এই উদ্যোগ ব্যর্থ।’উল্লেখ্য, বন্দে ভারত স্লিপারে ভাড়া সাধারণ ট্রেনের তুলনায় বেশি হওয়া সত্ত্বেও এমন আচরণ আশা করেননি কেউই।ভাইরাল হওয়া এই ভিডিওটির খবর পেয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখেন এবং রেলের এক আধিকারিক জানান ‘রেলের সম্পত্তি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব, এই ধরণের কোনও আবর্জনা বা অপরিষ্কার আচরণের ঘটনা ঘটলে রেল ব্যবস্থা নেবে।’