• জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ, তামিলনাড়ুতে চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৬
  • অ-বিজেপি রাজ্য তামিলনাড়ুতে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে ফের সংঘাত। এম কে স্ট্যালিনের ডিএমকে সরকারের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুললেন সেই রাজ্যের রাজ্যপাল আর এন রবি। মঙ্গলবার বিধানসভা ছেড়ে বেরিয়েও যান তিনি। রাজ্যপালের দাবি, বিধানসভায় বক্তব্য পেশের সময়ে বার বার তাঁর মাইক বন্ধ করে দেওয়া হচ্ছিল। পাল্টা ডিএমকে-র অভিযোগ, বিধানসভার ঐতিহ্যে আঘাত হেনেছেন রাজ্যপাল। শুধু তাই নয়, তাঁদের তরফে রাজ্যপালের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

    মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভায় অধিবেশন শুরু হয়। প্রথম দিনে নিয়ম মেনে রাজ্যপালের বক্তব্য রাখার কথা ছিল। প্রথা অনুযায়ী, কোনও রাজ্যের বিধানসভায় সেই রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করেন রাজ্যপাল। কিন্তু এ দিন সেই ভাষণ পাঠ সম্পূর্ণ করেননি রাজ্যপাল রবি।

    ক্ষুব্ধ রাজ্যপাল বিধানসভা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে রাজভবনের তরফে একটি বিবৃতি জারি করা হয়। কেন রাজ্যপাল বিধানসভা ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তার কারণ সেখানে ব্যাখ্যা করা হয়।

    সেই বিবৃতি অনুযায়ী, রাজ্যপালের মাইক একাধিকবার বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছিল না। রাজ্যপালের আরও অভিযোগ, বিধানসভায় জাতীয় সঙ্গীত উপযুক্ত সম্মান পাচ্ছিল না। দলিত মহিলাদের বিরুদ্ধে অত্যাচার ক্রমশ বাড়ছে বলে অভিযোগ ছিল রাজ্যপালের। তাঁর আরও দাবি, রাজ্যের তরফে তাঁকে যে বক্তব্য লিখে দেওয়া হয়েছিল, সেখানে এই বিষয়টির কোনও উল্লেখ ছিল না।

    রাজ্যপালের এই সমস্ত অভিযোগের পাল্টা সরব হয়েছে ডিএমকে-ও। রাজ্যপালের পাল্টা তড়িঘড়ি আসরে নামেন স্ট্যালিন। তিনি জানান, বিধানসভার ১০০ বছরের সংস্কৃতিকে অপমান করেছেন রবি। এখানেই শেষ নয়, তিনি ডিএমকে-র প্রতিষ্ঠাতা সিএল আন্নাদুরাইয়ের উদ্ধৃত করে মন্তব্য করেন, ‘ছাগলের দাড়ির কী প্রয়োজন...রাজ্যের রাজ্যপালের কী প্রয়োজন?’ রাজ্যপালই তামিলনাড়ুর মানুষকে সম্মান করতে পারেন না, অভিযোগ স্ট্যালিনের।

    এই প্রথমবার নয়, গত বছরও ক্ষুব্ধ হয়ে বিধানসভা ত্যাগ করেছিলেন রাজ্যপাল রবি। সেই সময়ে তাঁর অভিযোগ ছিল, ভারতের সংবিধান এবং জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। ভোটমুখী তামিলনাড়ুতে চড়ছে উত্তেজনার পারদ।

  • Link to this news (এই সময়)