• ভোটের আগে ভাঙড়ে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা!
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখেই উত্তাল ভাঙড়। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে খাস ভাঙড়ে। অভিযোগ, ভাঙড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে। অভিযোগের তীর আইএসএফ-এর দিকে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে আইএসএফ।

    ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। ভাঙড় ২নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় এই বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী তৃণমূল, পঞ্চায়েত সদস্য ইব্রাহিম মোল্লার ভাই কামাল পুর্কায়েতকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছোড়ে। সেই ঘটনায় কামাল আহত হন বলে দাবি করা হয়েছে।

    আহত কামাল পুর্কায়েত ঘটনাপ্রসঙ্গে জানিয়েছেন, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ কচুয়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। দক্ষিণ বামুনিয়া এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয়। এই ঘটনায় তিনি আহত হন।

    তৃণমূল কর্মী নিজে ঘটনায় আঙুল তুলেছেন আইএসএফ-এর দিকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই একাধিক বিষয়কে কেন্দ্র করে ভাঙড়ের রাজনীতির পারদ চড়ছিল। সোমবার রাতে সেই উত্তেজনাই অন্য মাত্রা নেয় বলে দাবি স্থানীয়দের। 

    অন্যদিকে, রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে এসআইআর শুনানিকে কেন্দ্র করে। সোমবারের পর মঙ্গলবারেও এসআইআর সংক্রান্ত শুনানির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল একাধিক জেলা। মঙ্গলবার সকাল থেকে বাসন্তী, ঢোলাহাট, বারাসতের বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
  • Link to this news (আজকাল)