• শহর কলকাতায় গাঁজা পাচার চক্রে উড়িষ্যা যোগ
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উড়িষ্যা থেকে কলকাতায় বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে খিদিরপুর এলাকা থেকে প্রায় ১২৫ কেজি গাঁজাসহ দু’জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর কলকাতা পুলিশ সূত্রে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যা থেকে একটি মিনি পণ্যবাহী গাড়িতে করে কলকাতায় গাঁজা আনা হচ্ছে, এমন খবর পেয়ে লালবাজার পুলিশের গোয়েন্দা শাখা আধিকারিক ও কর্মীদের নিয়ে দুটি পৃথক দল গঠন করা হয়।

    দীর্ঘ সময় নজরদারি ও অপেক্ষার পর বৃহস্পতিবার রাতে খিদিরপুর রোডের পূর্ব প্রান্তে এজেসি. বোস রোডের সংযোগস্থলের কাছে অভিযান চালায় কলকাতা পুলিশের বিশেষ দল।

    অভিযানের সময় ধূসর রঙের একটি অশোক লেল্যান্ড মিনি পণ্যবাহী গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে ১২৪টি ব্লকে মোড়া আনুমানিক ১২৫ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে পুলিশ।

    তদন্তে জানা যায়, গাড়ির ভিতরে স্ক্রু দিয়ে আটকানো একটি বিশেষ গোপন চেম্বার তৈরি করে অত্যন্ত কৌশলে ওই বিপুল পরিমাণ মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল।

    এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল, নাজিমুদ্দিন মোল্লা (২৮) এবং তাইজুল মোল্লা (২৮)। জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

    পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা সম্পর্কে ডিজ্ঞাসাবাদ করলে ধৃতরা কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

    পাশাপাশি এই মাদক পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। পুলিশের অনুমান, এই ঘটনার সূত্র ধরেই একটি বড়সড় আন্তরাজ্য মাদক পাচারচক্রের হদিশ মিলতে পারে।
  • Link to this news (আজকাল)