• স্বাস্থ্য ভবনে শিউরে ওঠা দৃশ্য, থমকে কাজ
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের স্বাস্থ্য দপ্তরের 'হেড কোয়ার্টার্স' স্বাস্থ্য ভবন-এ সাতসকালে সাপের আতঙ্ক! মঙ্গলবার সকালে স্বাস্থ্য ভবনের 'এ উইং'-এর একতলায় একটি দপ্তর থেকে ধরা পরল বিশালাকার একটি সাপ। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে  স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মধ্যে। 

    এদিন সাপটি নজরে আসার পরই স্বাস্থ্য দপ্তরের তরফে বন দপ্তরে খবর দেওয়া হয়। দুপুর প্রায় বারোটা নাগাদ বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে  উদ্ধার করে নিয়ে যান। তারপরই স্বাভাবিক হয় স্বাস্থ্য ভবনের একতলায় অবস্থিত বিভিন্ন দপ্তরের স্বাভাবিক কাজকর্ম। 

    স্বাস্থ ভবনের এক আধিকারিক জানান মঙ্গলবার সকালে একতলায় 'এ এ অ্যান্ড ভি' (অডিট অ্যাকাউন্টস এবং ভেরিফিকেশন) দপ্তরের কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখতে পান সেকশনের একটি কোনায় একটি সাপ গুটলি মেরে শুয়ে আছে। বিশালাকার, মোটা ওই সাপটিকে দেখতে পাওয়ার পরই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এ এ অ্যান্ড ভি এবং একতলায় অবস্থিত অন্যান্য দপ্তরের কর্মীরা। থমকে যায় দপ্তরের স্বাভাবিক কাজ। হইচই বেঁধে যায় গোটা স্বাস্থ্য ভবন জুড়ে। সাপ দেখতে ওই দপ্তরে ভিড় জমান বিভিন্ন দপ্তরের কর্মীরা। 

    সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের নিরাপত্তা রক্ষী এবং রক্ষনাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা প্রথমে সাপটিকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সাপটির জোরালো ফোঁস ফোঁস শব্দ শুনে আর কেউ এগিয়ে যাওয়ার সাহস করেননি। এরপরই স্বাস্থ্য দপ্তরের নিরাপত্তা রক্ষীদের তরফ থেকে বন দপ্তরে খবর দেওয়া হয়। 

    স্বাস্থ্য দপ্তর থেকে 'এসওএস' পাওয়ার কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের এক মহিলা কর্মী-সহ আরও কয়েকজন স্বাস্থ্য ভবনে এসে হাজির হন সাপ ধরার জন্য। সূত্রের খবর, স্বাস্থ্য ভবনে সাপ ধরতে আসা দু'জন পুরুষ কর্মী সাপ ধরার 'হুক' দিয়ে প্রথমে সেটিকে ধরার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় ওই মহিলা কর্মী একটি চটের ব্যাগ হাতে করে সাপটিকে ধরে ফেলেন। এই দৃশ্য দেখে হাততালিতে ফেটে পড়েন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। তবে স্বাস্থ্য ভবন থেকে উদ্ধার হওয়া সাপটি বিষধর না বিষহীন তা কিন্তু জানা যায়নি। 

    স্বাস্থ্য দপ্তরের এক কর্মী জানান, 'স্বাস্থ্য ভবনের বাইরের অংশে ঝোপঝাড় থাকায় সেখানে মাঝেমধ্যে বিষধর সাপ দেখতে পাওয়ার ঘটনা আমরা শুনেছি। কিন্তু দপ্তরের ভিতরে এত বড় সাপ এই প্রথম দেখা গেল।' 

    দপ্তরের এক কর্মী জানান, স্বাস্থ্য ভবনে জরুরি কাজে রোজ প্রচুর সংখ্যক মানুষ আসেন। তাঁরা বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে উচ্ছিষ্ট খাবার ফেলে দেন। সেই খাবার খাওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরে হেডকোয়ার্টার্সে প্রচুর ইঁদুরের দেখা যায়। দপ্তরের কর্মীদের অনেকেরই অনুমান ইঁদুর খাওয়ার জন্য সাপটি সম্ভবত ওই দপ্তরে ঘাপটি মেরে পড়েছিল। 

    স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, যেই দপ্তরে এই ঘটনা ঘটেছে সেখানে বহু গুরুত্বপূর্ণ নথি থাকে। জেলা এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগের অর্থ বণ্টনের ক্ষেত্রে এই দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দপ্তরে কর্মীদের টেবিল রোজ প্রচুর ফাইল রাখা থাকে। সাপটি কোনওভাবে কর্মীদের ফাইলের মধ্যে ঢুকে থাকলে বা কোনও কর্মী সাপটিকে দেখতে না পেয়ে তার গায়ে পা দিয়ে ফেললে বড় বিপদ হয়ে পড়তে পারত বলে দপ্তরের আধিকারিকরা মনে করছেন।
  • Link to this news (আজকাল)