• অল্পের জন্য বাঁচলেন অক্ষয় কুমার, দুর্ঘটনার কবলে অভিনেতার কনভয়ে থাকা গাড়ি
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • মুম্বই, ২০ জানুয়ারি: বড়োসড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। গতকাল, সোমবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে জুহুতে তাঁদের বাসভবনে ফিরছিলেন দুই তারকা। তখনই জুহুতে একটি অটোর সঙ্গে ধাক্কা লাগে অক্ষয়ের কনভয়ে থাকা একটি গাড়ির। ওই গাড়িটি অটোটিকে পিছন দিক থেকে ধাক্ক মেরে রাস্তার ধারে পাল্টি খেয়ে যায়। অটোটি দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। যদিও অক্ষয় ও টুইঙ্কলের কিছুই হয়নি বলে মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন দু’জন। তাঁদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এই দুর্ঘটনার বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।  
  • Link to this news (বর্তমান)