• ‘নবীন’ সভাপতির উপরেই ভরসা মোদির! অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ২০ জানুয়ারি: বিহার নির্বাচনে অভাবনীয় ফলাফল। তারপরেই নীতিন নবীন হয়ে উঠলেন বিজেপির কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি। আজ, মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পরবর্তী সভাপতির নাম ঘোষণা পর্ব ছিল। সেখানেই হাজির হয়েছিলেন বিজেপির প্রথম সারি থেকে একাধিক নেতা। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরাও। গতকাল, সোমবার ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ। নীতিন নবীন ছাড়া আর কেউই সেই পদে মনোনয়ন দেননি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন বিহারের বিজেপি বিধায়ক। আজ, মঙ্গলবার তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের নতুন সভাপতিকে বরণ করে মোদি বলেন, ‘দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নবীন। নীতিন নবীনই ‘বস’, আর আমি একজন দলের কর্মী। নীতিন নবীন এমন এক প্রজন্মের প্রতিনিধি, যিনি শৈশবে রেডিওতে খবর শুনেছেন আবার কালের বিবর্তনে আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারেও দক্ষ। যা দলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’উল্লেখ্য,এদিন প্রধানমন্ত্রী, দেশে অনুপ্রবেশ নিয়েও বেশ কিছু বক্তব্য রাখেন। তিনি জানান , ‘পৃথিবীর কোনও দেশই নিজেদের দেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় না। ভারতে অনুপ্রবেশকারীরা আমাদের গরিবদের, যুবকদের নানান অধিকার ছিনিয়ে নেয় তা আমরা প্রতিরোধ করবই। অনুপ্রবেশকারীরা দেশের সুরক্ষার স্বার্থে অত্যন্ত ক্ষতিকার। ওদের খুঁজে বের করে নিজেদের দেশে ফেরত পাঠাতে হবে।’এছাড়াও, দেশের মাওবাদী সমস্যা নিয়েও মন্তব্য করেন মোদি। তিনি বলেন, ‘দেশে মাওবাদীদের অন্তিম সময় চলে এসেছে। আগামী দিনে তাদেরও অস্তিত্ব শূন্য করব আমরা।’ 
  • Link to this news (বর্তমান)