মালদহে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র! গ্রেপ্তার ২
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মালদাহ: সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এ়ই ভোট পূর্ববর্তী সময়েই মালদহে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। বেআইনি এই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির আগেই গ্রেপ্তার দুই। ধৃতদের নাম মইনুল হাসান (২০) ও আনারুল হক (৪৫)।মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারে বিহার যোগ রযেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মইনুল হাসানের বাড়ি মুর্শিদাবাদের লালগোলার মীরজাতপুরে। তার কাছ থেকে ১০ টি দেশি পাইপগান এবং ১ টি সেভেন এমএম সেমি অটোমেটিক পিস্তল, একাধিক কার্তুজ উদ্ধার হয়েছে। দ্বিতীয় ধৃত ব্যক্তি আনারুল হকের বাড়ি মালদহের সুজাপুরে। তার কাছ থেকে ৪টি সেভেন এমএম পিস্তল, ৮ টা ম্যাগাজিন ও ২০টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত দু'জনকে যথাক্রমে ইংলিশবাজার থানা এলাকার মিল্কি এবং গোলাপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।কীভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে ভিন রাজ্য থেকে এইভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র রপ্তানি-আমদানি চলছে তা নিয়ে তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ।