• ‘নিখোঁজ’ প্রশান্ত বর্মন! রাজগঞ্জ ব্লকের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন জয়েন্ট বিডিও
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, রাজগঞ্জ: জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের খোঁজ নেই। তাঁর অনুপস্থিতিতে প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডলকে বাড়তি দায়িত্ব দেওয়া হল। প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন তিনি। জলপাইগুড়ির জেলাশাসকের অফিস থেকে গতকাল, সোমবার এই সংক্রান্ত চিঠি সৌরভবাবুকে দেওয়া হয়েছে। এই খবর পেতেই আজ, মঙ্গলবার জয়েন্ট বিডিও’কে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরে রাজগঞ্জ ব্লকের প্রশাসনিক কাজকর্ম বিডিওর অনুপস্থিতে কার্যত থমকে আছে। সেই অচলাবস্থা কাটাতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিধায়ক জানান, জয়েন্ট বিডিও বাড়তি দায়িত্ব পেয়েছেন শুনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। আশা করছি, থমকে থাকা ব্লকের উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজে এবার গতি আসবে। উল্লেখ্য, বিডিও প্রশান্ত বর্মন নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ, ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু এখনও তিনি লুকিয়ে রয়েছেন। রাজগঞ্জে বিডিও অফিসেও আসছেন না। এমন অবস্থায় প্রশাসনিক কাজকর্ম কার্যত ব্যাহত হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে এবং সুষ্ঠুভাবে কাজ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডলকে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি ওই দায়িত্ব সামলাবেন। স্থানীয়দের মতে, এবার থমকে থাকা বিভিন্ন প্রকল্পের কাজে গতি আসবে। সরকারিভাবে তিনি নতুন দায়িত্ব পেয়েছেন বলে স্বীকার করেছেন সৌরভকান্তি মণ্ডল।   
  • Link to this news (বর্তমান)