অস্ত্র ও মাদক পাচারের বিরুদ্ধে বার্তা দিয়ে উপকূলে নয়া ইতিহাস লিখবে ‘সাইক্লোথন’, হরিয়ানায় তৈরি হচ্ছে সিআইএসএফের মহিলা ব্যাটালিয়ান
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুরক্ষা, সচেতনতা, সংযোগ— এই তিন ভিতের উপর দাঁড়িয়ে উপকূল নিরাপত্তায় নয়া ইতিহাস লিখতে চলেছে সিআইএসএফের ‘সাইক্লোথন’। যেখানে ৫০ শতাংশ মহিলা সিআইএসএফ জওয়ানের অংশগ্রহণ নজর কাড়বে। ২৮ জানুয়ারি থেকে সিআইএসএফের তরফে এক সাইকেল যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। একেই বলা হচ্ছে ‘বন্দেমাতরম উপকূলীয় সাইক্লোথন’। গত বছরও সিআইএসএফের তরফে এমন একটি কর্মসূচি আয়োজিত হয়েছিল। তাতে সদর্থক প্রতিক্রিয়া আসায় এবার দ্বিতীয় সংস্করণ শুরু করতে চলেছে সিআইএসএফ। আগামী ২৮ তারিখ দক্ষিণ ২৪ পরগনার বকখালি থেকে কর্মসূচির সূচনা হবে। এই কর্মসূচির মূল বার্তা, ‘সুরক্ষিত উপকূল, সমৃদ্ধ ভারত’। ২৮ তারিখ দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। ২৫ দিনের ‘সাইক্লোথন’-এ মোট ৬,৫৫৩ কিলোমিটার সাইকেল যাত্রায় অংশ নেবেন ১৩০ জন। তাঁদের মধ্যে ৬৫ জনই মহিলা সিআইএসএফ কর্মী। বকখালি থেকে যে সাইকেল যাত্রা শুরু হবে, তা হলদিয়া, কোনারক, পারাদ্বীপ, বিশাখাপত্তম, চেন্নাই, পুদুচেরি হয়ে পৌঁছবে কন্যাকুমারী। অন্যদিকে, ২৮ তারিখেই গুজরাতের লখপত দুর্গ থেকে আরও একটি সাইকেল যাত্রা শুরু হবে। তা এগবে সুরাত, মুম্বই, গোয়া, ম্যাঙ্গালুরু ধরে। দু’দিকের দু’টি দল ২২ ফেব্রুয়ারি মিলিত হবে কেরলের কোচি শহরে। এই কর্মসূচির বিষয়ে জানাতে সোমবার কলকাতা বিমানবন্দরে সিআইএসএফের দপ্তরে সাংবাদিক বৈঠক হয়। গোটা বিষয়টি তুলে ধরেন সিআইএসএফের আইজি শিখর সহায়, ডিআইজি কে পি সিং, ডিআইজি অজয় কুমার প্রমুখ। তাঁরা জানিয়েছেন, ২৫ দিনের যাত্রাপথে যে যে এলাকা দিয়ে ‘সাইক্লোথন’ যাবেন, সেখানকার বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সিআইএসএফ কর্মীরা।লক্ষ্যণীয় বিষয় হল, মহিলা প্রতিনিধিত্বের দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে এই কর্মসূচিতে। দেশের সুরক্ষা ব্যবস্থার দিকে নজর দিয়ে সিআইএসএফের পক্ষ থেকে একটি মহিলা ব্যাটালিয়ান তৈরি করা হচ্ছে। এই ব্যাটালিয়নের মূল ইউনিটটি থাকবে হরিয়ানায়। নির্বাচন, বিমানবন্দরের সুরক্ষা সহ একাধিক ক্ষেত্রে মহিলা ব্যাটালিয়ান থেকে জওয়ান নিয়োগ করা হবে। দেশের মধ্যে কলকাতা বিমানবন্দরেই সর্বাধিক মহিলা সিআইএসএফ কর্মী কর্মরত। মোট ২,১০২ জন সিআইএসএফ কর্মীর মধ্যে এখানে মহিলা আছেন ৩৫০ জন।