হাওড়ার চেঙ্গাইলে বন্ধ প্রেমচাঁদ জুট মিল, কাজ হারালেন প্রায় চার হাজার শ্রমিক
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: আবারও রাজ্যে আরও একটা জুট মিল বন্ধ হয়ে গেল। এবার হাওড়ার উলুবেড়িয়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুট মিলে পড়ল তালা। কর্মহীন হয়ে পড়লেন মিলের চার হাজার শ্রমিক। আজ, মঙ্গলবার সকালে মিলে কাজ করতে আসা শ্রমিকরা মূল গেটে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ মিল কর্তৃপক্ষ ইচ্ছে করে মিল বন্ধ করে দিয়েছে। যদিও মিল কর্তৃপক্ষের দাবি বেশ কিছু কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিল বন্ধ করা হয়েছে। মিল কর্তৃপক্ষের বক্তব্য কাঁচা পাটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি , পাটের সংকট, নগদ টাকায় পাট কেনা। সঙ্গে উন্নত মানের পাট পাওয়া যাচ্ছে না। এইসব কারণে মিল বন্ধ করা হয়েছে।জুট মিল কর্তৃপক্ষের বক্তব্য বর্তমানে মিলে যে তাঁত চালু আছে সেগুলির উৎপাদন ক্ষমতা খুব কম এবং সম্পূর্ণ অলাভজনক। এর ফলে মিলে প্রতিদিন প্রচুর লোকসান হচ্ছে। মিল কর্তৃপক্ষের অভিযোগ এইসব প্রতিকূল পরিস্থিতির সত্বেও মিল চালানো হচ্ছিল। কিন্তু শ্রমিক ও তাদের ইউনিয়ন প্রতিনিধিদের কাছে থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে মিল সাময়িক বন্ধ করতে হয়েছে। যদিও মিলের ইউনিয়ন টিইউসিসির সম্পাদক হাবিবুর রহমানের দাবি, পাটের যোগান নেই এটা দেখানোর পাশাপাশি শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা করেই মিল বন্ধ করা হয়েছে। তিনি বলেন মিল বন্ধের ফলে চার হাজার শ্রমিক পরিবারের পাশাপাশি এলাকার ব্যাবসায়ীরাও চরম সমস্যার মুখে পড়ল। অবিলম্বে মিল খোলার দাবি জানান তিনি।