বেলডাঙায় অশান্তি: মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের নির্দেশ হাইকোর্টের
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে ফেরিওয়ালার মৃত্যু। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয় মুর্শিদাবাদের বেলডাঙা। অভিযোগ, ওই ফেরিওয়ালা মুর্শিদাবাদের বাসিন্দা। তার দেহ বেলডাঙাতে পৌঁছোতেই অশান্তি ছড়িয়ে পড়েছিল। রাস্তা অবরোধ, ট্রেনে পাথর ছোড়া, ভাঙচুর, অগ্নিসংযোগ সবই চলেছে। এবার সেই বিষয়ে বড়ো পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বেলডাঙায় অশান্তি নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট।মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনীকে বেলডাঙায় ব্যবহারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএম, এসপি-কে পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে ইতিমধ্যেই পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, জীবন ও জীবিকা রক্ষা ও পরিস্থিতি মোকাবিলার জন্য এই বাহিনী মোতায়েন করা হোক। যদি বাহিনী কম থাকে, সেক্ষেত্রে কেন্দ্রের থেকে আরও বাহিনী চেয়ে পাঠাক রাজ্য, পরামর্শ আদালতের।