• ভাঙড়ে ফের বোমাবাজি, আহত তৃণমূল কর্মী
    দৈনিক স্টেটসম্যান | ২০ জানুয়ারি ২০২৬
  • ঘটনাটি ঘটে ভাঙড়ের পাগলাহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন কামাল পুরকেইত। সেই সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় কামালকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। গোটা এলাকায় তল্লাশি চলছে। কীভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

    তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে আইএসএফ। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। তাঁদের দাবি, রাজনৈতিকভাবে এলাকা অশান্ত করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড় এলাকা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)