• ব্লু লাইনে ঝাঁপ, মঙ্গলের সন্ধেয় থমকাল মেট্রোর চাকা, চরম ভোগান্তি যাত্রীদের
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৬
  • ব্যস্ত সন্ধেয় ফের মেট্রোর লাইনে ঝাঁপ। ব্লু লাইনে থমকাল মেট্রোর চাকা। মঙ্গলবার সন্ধে ৬টা ৩৫-এ মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ব্লু লাইনে নেতাজি স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা ব্যাহত হয়। মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলে। তার জেরে অফিস ফেরত যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, সন্ধে ৭টা ৯ মিনিট থেকে আবারও পরিষেবা স্বাভাবিক হয়।

    মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এর আগেও হয়েছে। চলতি মাসেই, ১১ জানুয়ারি মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। নেতাজি ভবন মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। তার জেরে ব্যাহত হয় পরিষেবা। এমনকী আংশিক রুটে মেট্রো চললেও, প্রত্যেক স্টেশনে অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকে। ফলে যাত্রী ভোগান্তি চরমে ওঠে।

    তার আগে ২৯ ডিসেম্বর দমদমগামী মেট্রোর সামনে এক যাত্রী ঝাঁপ দেন। আংশিক রুটে মেট্রো চালিয়ে বছর শেষের ভিড় সামাল দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)