• হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, কেমন আছেন সৌগত রায়?
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার জানা গেল, শারীরিক অবস্থা স্থিতিশীল এখন বর্ষীয়ান সাংসদের। ছুটি পেয়েছেন হাসপাতাল থেকে। সূত্রের খবর, তাঁকে এখন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

    এর আগে, রবিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। এর পরেই তাঁকে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তবে প্রবীণ সাংসদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

     
  • Link to this news (আজকাল)