• ডিসক্রিপেন্সিতে থাকা ১ কোটি ৩৬ ভোটারকেই শুনানিতে ডাকার সিদ্ধান্ত কমিশনের
    দৈনিক স্টেটসম্যান | ২১ জানুয়ারি ২০২৬
  • এরই মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের আবেদন করে আদালতে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরপরই সোমবার সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ করার। সূত্রের খবর, সেক্ষেত্রে তালিকা প্রকাশ করার সময় ১ কোটি ৩৬ লক্ষের তালিকায় প্রকাশ করতে হবে কমিশনকে।

    স্বাভাবিকভাবেই এখন আর ৯৪ লক্ষকে নয়, ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকেই শুনানিতে ডাকা হবে। আর এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানির জন্য ধার্য করা শেষ দিন ৭ই ফেব্রুয়ারি থাকলেও তা পিছিয়ে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ হতে পারে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ হয়ে যাবে। এখন দেখার বুধবার নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা জারি করে কি গাইডলাইন দেয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)