• বাংলায় আসছে নতুন রোল অবজার্ভার
    দৈনিক স্টেটসম্যান | ২১ জানুয়ারি ২০২৬
  • নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কয়েকটি জেলায় এসআইআর প্রক্রিয়া নিয়ম মেনে হচ্ছে না—এমন অভিযোগ উঠে আসার পরই এই সিদ্ধান্ত। বিশেষ করে উত্তরবঙ্গকে ফোকাসে রেখে রাজ্যের অন্তত ১০ থেকে ১২টি জেলা চিহ্নিত করেছে কমিশন। অভিযোগ, এই জেলাগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ যথাযথ পদ্ধতিতে সম্পন্ন হয়নি। সেই কারণেই মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে নতুন করে রোল অবজার্ভার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, বুধবারই ওই আধিকারিকরা বাংলায় পৌঁছতে পারেন।

    নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এসআইআর-এর কাজে নিযুক্ত কোনও বিএলও বা সংশ্লিষ্ট আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকার মতো সংবেদনশীল কাজে কোনও ভুল বা অনিয়ম বরদাস্ত করা হবে না। পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও নিয়মমাফিক রাখতে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে।

    উল্লেখ্য, দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধনের কাজ চললেও সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে বাংলাতেই। শুনানির নোটিস পেয়ে মৃত্যুর খবর, সাধারণ মানুষের হয়রানির অভিযোগ এবং বিএলওদের অসন্তোষ—সব মিলিয়ে বাংলার এসআইআর প্রক্রিয়া এখন জাতীয় স্তরের আলোচনার কেন্দ্রে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)