জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাব্বিশের বাংলা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে মিম? কত আসনে বাংলায় লড়বে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম (AIMIM)? বাংলা বিধানসভা ভোট নিয়ে এবার বড় কথা বলে দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান এবং লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তাঁর দলের অবস্থান ও কৌশল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন তিনি। বাংলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ওয়াইসি বলেন,"আমরা সঠিক সময়ে আমাদের সমস্ত কার্ড প্রকাশ করব।" আরও বলেন, কেউই তাঁর মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এতটা উপভোগ করে না। পাশাপাশি মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে ওয়াইসি এও স্পষ্ট করে দেন যে, কখনও কোনও প্রসঙ্গেই মিম বিজেপিকে সমর্থন করবে না। ওয়াইসি সাফ বলেন, "এটা কখনমও কোনওভাবেই সম্ভব নয়। একেবারেই সম্ভব নয়। কারণ সমুদ্রের দুই প্রান্ত কখনও মিলিত হতে পারে না। BJP এবং AIMIM হল সমুদ্রের দুই প্রান্ত, যা কখনও মিলিত হতে পারে না।"