• মদের আসরে বসচার জেরে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৬
  • বচসার জেরে কুপিয়ে খুন করা হয়েছে এক ব্যক্তিকে বলে অভিযোগ। মদের আসরে বচসার জেরেই এই খুনের ঘটনা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

    মঙ্গলবার রাতে এই খুনের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগর ২২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। মৃতের নাম বিরজু বাসফোর। বছর পঞ্চাশের ওই ব্যক্তি তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে মদ্যপান করছিলেন। ওই মদের আসরেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।

    পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বিরজু-সহ তিন মদ্যপান করছিলেন। মঙ্গলবার রাতে ওই তিন জন নিজেদের মধ্যে বসচায় জড়িয়ে পড়েন। তার পরেই বিরজু বাসফোর নামের ওই ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন অমিত চৌধুরী নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় ২২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকাতেই পড়ে যান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাঠান ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    মৃতের ছেলে গনেশ বাসফোর জানিয়েছেন, বিরজু নিয়মিত মদ্যপান করতেন। তবে কী কারণে অমিত তাঁর বাবাকে খুন করেন তা তিনি জানেন না। তিনি জানান, ঘটনার খবর পেয়েই তাঁরা সেখানে যান। সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন অমিত। তাঁরাই অমিতকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

    খুনের খবর পাওয়ার পরেই সেখানে আসে নোয়াপাড়া থানার পুলিশ। আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডি সি (নর্থ জ়োন) গণেশ বিশ্বাস-ও। কী কারণে এই খুন তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। খুনের সঠিক কারণ জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ঘটনা পুনঃনির্মাণ করা হবে বলেও জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার।

  • Link to this news (এই সময়)