• শংকরাচার্য উপাধি ব্যবহার, অভিমুক্তেশ্বরানন্দকে নোটিস
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: রবিবার মৌনী অমাবস্যায় পুণ্যস্নানে তাঁকে বাধা দেওয়ার অভিযোগে তুলকালাম হয়েছিল প্রয়াগরাজে। তার প্রতিবাদে নিজের আখড়ার সামনেই ধরনা দিচ্ছেন শংকরাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। এবার তাঁর ওই উপাধির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলল মাঘ মেলা কমিটি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।সোমবার ধর্মগুরুকে নোটিস পাঠিয়েছেন প্রয়াগরাজ মেলা অথরিটির ভাইস চেয়ারম্যান দয়ানন্দ প্রসাদ। সেখানে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তি নিজেকে জ্যোতিষপীঠের শংকরাচার্য বলে দাবি করতে পারবেন না। নোটিসে বলা হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ অনুয়ায়ী এই মুহূর্তে জ্যোতিষপীঠের কোনও শংকরাচার্য নেই। কিন্তু আখড়ার বাইরের বোর্ডে নিজেকে শংকরাচার্য বলে দাবি করেছেন অভিমুক্তেশ্বরানন্দ। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টির ব্যাখা চাওয়া হয়েছে ধর্মগুরুর কাছ থেকে। পালটা অভিমুক্তেশ্বরানন্দের মুখপাত্র শৈলেন্দ্র যোগীরাজ দাবি করেছেন, শীর্ষ আদালতের নির্দেশের আগেই শংকরারাচার্য হয়েছেন অভিমুক্তেশ্বরানন্দ। ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। হাত শিবিরের তোপ, শংকরাচার্যের উপাধি নিয়ে প্রশ্ন তোলার অধিকার কোনও সরকার, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নেই। কংগ্রেস নেতা পবন খেরার অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতেই ধর্মগুরুকে নোটিস ধরানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)