• সফটওয়্যার ইন্টেনসিভ রিগিং করছে কমিশন, কড়া আক্রমণ তৃণমূলের
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)কে এবার বিজেপির ইশারায় নির্বাচন কমিশনের ষড়যন্ত্র বলেই তোপ দাগল তৃণমূল। কমিশনের সফটওয়্যারেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কারসাজি রয়েছে বলেই অভিযোগ তুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, এসআইআর আসলে ‘সফটওয়্যার ইন্টেনসিভ রিগিং’। নির্বাচন কমিশনকে দিয়ে এই রিগিং করছে মোদি-শাহর দল।তাই কমিশনের কাজে আরও স্বচ্ছতার দাবি তুলেছে তৃণমূল। দলের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ এবং সাংসদ সাকেত গোখলেকে পাশে নিয়ে ডেরেক বলেন, প্রথমে গত ২১ নভেম্বর এবং পরে গত ৩১ ডিসেম্বর, তৃণমূলের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছে। সেখানে স্বচ্ছ এসআইআর করতে অনেক সাজেশান দেওয়া হয়েছিল। কিন্তু কমিশন তা মানতে চায়নি। উলটে আমাদের দিকে আঙুল তুলে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যদিও সুপ্রিম কোর্ট সোমবার ১৯ জানুয়রি কমিশনের কাজে অসন্তোষই প্রকাশ করেছে। তাই আমাদের দাবি, তৃণমূলের সঙ্গে কমিশনের কী কথাবার্তা হয়েছিল, তার অনুবাদ প্রকাশ করুন জ্ঞানেশ কুমার। তিনি যদি না করেন, তাহলে আমরাই শীঘ্র তা প্রকাশ করে দেব বলেও হুমকি দেন ডেরেক। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, জ্ঞানেশ কুমার কে? কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের উদ্যোগের সময় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব ছিলেন তিনি। সমবায়মন্ত্রী অমিত শাহর দপ্তরের সচিবও ছিলেন। ফলে তিনি যে অমিত শাহর কথায় চলবেন, তা বলাই বাহুল্য। যদিও পরিশেষে শুনিয়ে দেন, বিজেপি এবং কমিশন যতই চেষ্টা করুক, বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই। কেউ আটকাতে পারবে না। দিল্লিতে বসে চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম।
  • Link to this news (বর্তমান)