দেরাদুন: জুনিয়রদের উপর র্যাগিংয়ের অভিযোগে ৯ জন এমবিবিএস পড়ুয়াকে দোষী সাব্যস্ত করল দুন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে দু’জনকে দু’মাসের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্তরা হস্টেলে থাকতে পারবেন না। পুরো কোর্সের মেয়াদে তাঁরা ইন্টার্নশিপের সুযোগও পাবেন না। এছাড়াও তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। বাকি সাতজনকে একমাসের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করা হচ্ছে। তাঁরা তিনমাসের জন্য হস্টেলে থাকতে পারবেন না। উল্লেখ্য, গত শনিবার সিনিয়রদের বিরুদ্ধে চিফ ওয়ার্ডেনকে অভিযোগ করেছিলেন ২০২৫ ব্যাচের এক পড়ুয়া। তিনি জানান, গত ১২ জানুয়ারি তাঁর সঙ্গে অকথ্য আচরণ করে ২০২৩ এবং ২০২৪ ব্যাচের পড়ুয়ারা। তাঁর কথায়, ‘বেল্ট দিয়ে আমাকে বেধড়ক মারধর করা হয়। চলে জুতোপেটাও। এরপর আমাকে টেনে-হিঁচড়ে কলেজ চত্বরের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখানে জোর করে মাথার চুল কেটে সারারাত বাইরে ঘুমোতে বাধ্য করা হয়।’ অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে অ্যান্টি র্যাগিং কমিটি। ন’জন পড়ুয়াকে দোষী সাব্যস্ত করা হয়।