• পরীক্ষায় বসা মানুষের মৌলিক অধিকার: এলাহাবাদ হাইকোর্ট
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • এলাহাবাদ: পরীক্ষায় বসার অধিকার মানুষের মৌলিক অধিকার। মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারের সঙ্গে সম্পৃক্ত। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের।সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে আদালত জানিয়েছে, কেবল প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনও পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করা উচিত নয়। শ্রেয়া পান্ডে নামক এক ছাত্রী এই মামলাটি দায়ের করেছিলেন। তিনি হান্ডিয়ার ঊর্মিলা দেবী পিজি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। নিয়ম অনুযায়ী গত বছর জুলাই মাসে ফি জমা দিয়েছিলেন। এমনকি, নিয়মিত ক্লাসও করতেন। তা সত্ত্বেও পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পোর্টালে শ্রেয়ার ভর্তি সংক্রান্ত তথ্য নির্দিষ্ট সময়ে আপডেট না হওয়ায় সমস্যা হয়। ছাত্রীর আবেদন, পোর্টালে ড্রাফট অবস্থায় ছিল তাঁর যাবতীয় তথ্য। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে। জানায়, শ্রেয়া সহ প্রায় ৩০ জনের তথ্য আপডেট করা হয়নি। পরে অনেকের তথ্য আপডেট হলেও শ্রেয়ার হয়নি। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হন তিনি। বিচারপতি বিবেক সরণ বলেন, ছাত্রীটির কোনও দোষ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত ত্রুটির জন্য তাঁর ভবিষ্যৎ বিপন্ন করা যায় না। আদালতের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে শ্রেয়ার জন্য বিশেষভাবে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যাতে তিনি ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমেস্টারের বিএসসি বায়োলজি পরীক্ষায় বসতে পারেন। এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে, যথাসময়ে ফলও প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়কে। শ্রেয়ার উচ্চশিক্ষায় যেন কোনও সমস্যা না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে কর্তৃপক্ষকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি।
  • Link to this news (বর্তমান)