লোকসভা ভোটের বছরে পদ্মশিবির খরচ করেছে ৩ হাজার ৩৩৫ কোটি!
বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: ২০২৪-২৫ অর্থবর্ষে শুধুমাত্র নির্বাচন ও ভোটের প্রচারের জন্যই ৩ হাজার ৩৩৫ কোটি টাকারও বেশি খরচ করছে বিজেপি। পদ্মশিবিরের তরফে সম্প্রতি বার্ষিক অডিট রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তাতেই উঠে এসেছে এই বিপুল খরচের হিসাব। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষেই অষ্টাদশ লোকসভা নির্বাচন ও আটটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষে সপ্তদশ লোকসভা ও সাতটি রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি খরচ করেছিল ১ হাজার ৩৫২ কোটি টাকার বেশি। অর্থাত্ পাঁচ বছরে বিজেপির নির্বাচন এবং প্রচার সংক্রান্ত খরচ বেড়েছে প্রায় তিন গুণ। লোকসভা নির্বাচনের আগে ২০২৩-২৪ আর্থিক বছরেও বিজেপি প্রচারের জন্য ১ হাজার ৭৫৪ কোটি টাকা খরচ করেছিল। অর্থাত্ অনেক আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছিল তারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, গত লোকসভা নির্বাচন ও তার আগের দু’বছর মিলিয়ে বিজেপি প্রচারে খরচ করেছে ৫ হাজার ৮৯ কোটি টাকারও বেশি। যা ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও তার আগের দু’বছরের তুলনায় দ্বিগুণের বেশি। সেই সময় খরচ হয়েছিল ২ হাজার ১৪৫ কোটি টাকার কিছু বেশি।গত বছরের ২৭ ডিসেম্বর বিজেপি কমিশনের কাছে যে তথ্য জমা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে মোট খরচের ৬৮ শতাংশ (২ হাজার ২৫৭ কোটি টাকা) ব্যয় হয়েছে বিজ্ঞাপনের জন্য। এছাড়া বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য খরচ হয়েছে ৫৮৩ কোটি টাকা। প্রার্থীদের আর্থিক সাহায্যের জন্য খরচ হয়েছে প্রায় ৩১৩ কোটি টাকা। দল হিসেবে বিজেপির উপার্জনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩-২৪ আর্থিক বছরে পদ্মশিবিরের মোট আয় ছিল ৪ হাজার ৩৪০ কোটি টাকার বেশি। ২০২৪-২৫ আর্থিক বছরে সেই আয় বেড়ে হয়েছে ৬ হাজার ৭৬৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় পুরোটাই এসেছে বিভিন্ন অনুদান থেকে। বাকি টাকা দলের চাঁদা, ব্যাংকের সুদ থেকে মিলেছে।বিজেপির আয় যখন ক্রমশ ঊর্দ্ধমুখী, তখন উলটো ছবি কংগ্রেস শিবিরে। ২০২৪-২৫ আর্থিক বছরে নির্বাচনের জন্য হাত শিবির ৮৯৬ কোটি টাকার কিছু বেশি খরচ করেছে। তার আগের আর্থিক বছরে কংগ্রেস খরচ করেছিল, ৬১৯ কোটি ৬৭ লক্ষ টাকা।