• ফের জাতীয় সংগীত বিতর্ক তামিলনাড়ুতে, অধিবেশন থেকে ওয়াকআউট রাজ্যপালের
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • চেন্নাই: ফের তামিলনাড়ু বিধানসভায় জাতীয় সংগীত নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত। আবারও অধিবেশন থেকে ওয়াকআউট করলেন রাজ্যপাল আর এন রবি। মঙ্গলবার ছিল তামিলনাড়ু বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন। রাজ্যসংগীতের পর প্রথামাফিক রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা ছিল। তবে তার আগেই ওয়াকআউট করেন তিনি। রাজ্যপাল বলেন, ‘আমি হতাশ। জাতীয় সংগীতকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।’ পাশাপাশি তিনি স্ট্যালিন সরকারের তৈরি করা ভাষণের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছেন। যদিও রাজ্যপালের এই ওয়াকআউটের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে।এদিন তামিলনাড়ুর রাজ্য সংগীত শেষ হওয়ার পরই জাতীয় সংগীত বাজানোর দাবি জানিয়েছিলেন রাজ্যপাল রবি। তা নাকচ করে দেন স্পিকার। এরপরেই অধিবেশন থেকে ওয়াকআউট করেন রাজ্যপাল। পরবর্তীকালে তামিলনাড়ুর লোকভবনের পক্ষ থেকে এবিষয়ে বিবৃতি দেওয়া হয়। সেখানে জাতীয় সংগীতের অবমাননার বিষয়টির পাশাপাশি বলা হয়েছে, ‘রাজ্যপালের মাইক বারবার বন্ধ করা হয়েছে। তাঁকে বলতে দেওয়া হয়নি। সরকারের তৈরি করা ভাষণ ভুল তথ্যে ভরা। দলিত শ্রেণির উপর নির্যাতন বাড়ছে, যৌন হেনস্তার শিকার হচ্ছেন দলিত মহিলারা। গোটা ভাষণে এই বিষয়ে একটি শব্দও ছিল না।’বিষয়টি নিয়ে রাজ্যপালকে আক্রমণ শানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এই পদক্ষেপকে তিনি ‘নীতি ও ঐতিহ্যের লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।  স্ট্যালিন বলেন, ‘রাজ্য সরকারের তৈরি করা ভাষণে নিজের মতামত যোগ করতে পারেন না রাজ্যপাল।’ পাশাপাশি বিধানসভা ভোটের আগে রাজ্যপালের এই ওয়াকআউট ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মন্তব্য করেছেন তিনি। ২০২৪ ও ২০২৫ সালেও বিধানসভার অধিবেশন থেকে একইভাবে ওয়াকআউট করেছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল।
  • Link to this news (বর্তমান)