বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি : বড়ো এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত অসমের কোকরাঝাড়। সোমবার রাতে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। পিটিয়ে খুন করা হয় ২ জনকে। আহত হন আরও তিনজন। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ ও প্রশাসনকে। কোকরাঝাড় এবং চিরাং-এ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। কারফিউ জারি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে আওদাং এলাকায় একটি নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে গাড়িতে করে ফিরছিলেন বড়ো জাতির কয়েকজন। গৌরী নগর-মাশিং রোড দিয়ে যাওয়ার সময়, গাড়িটি স্থানীয় দুই গ্রামবাসীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এরপর গাড়ির উপরে চড়াও হয় এলাকার আদিবাসী জনগোষ্ঠী। মারধর করা হয় সওয়ারিদের। গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কোকরাঝাড়ের পুলিশ সুপার বলেছেন, ‘সোমবার রাতেই ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকলের কাছে আবেদন, পুলিশকে কাজ করতে দিন।’ সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশকর্মীও।