• বাংলা সহ ৭ ভাষায় জাতীয় স্তরের সাহিত্য পুরস্কার ঘোষণা স্ট্যালিনের
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • চেন্নাই: সাহিত্য অকাদেমি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মাসখানেক আগে পুরস্কারের চূড়ান্ত তালিকা ঘোষণার জন্য সাংবাদিক বৈঠক ডাকা হলেও আচমকা স্থগিত করে দেওয়া হয়। এনিয়ে দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছে। সাহিত্যিক মহলের একাংশের বক্তব্য, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশেই এই কাণ্ড ঘটানো হয়েছে। সাহিত্য অকাদেমির কাজে কেন্দ্রের এমন হস্তক্ষেপ নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। এরইমধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ঘোষণা করেছেন, ‘এবার বাংলা সহ সাতটি ভারতীয় ভাষায় সাহিত্য কর্মের জন্য জাতীয় স্তরের পুরস্কার প্রদান করবে তামিলনাড়ু সরকার। নাম সেম্মোঝি সাহিত্য পুরস্কার।’ চেন্নাই আন্তর্জাতিক বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্ট্যালিন জানিয়েছেন, প্রথম পর্যায়ে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া, বাংলা ও মারাঠি ভাষার সাহিত্যকর্মকে স্বীকৃতি দিতে এই পুরস্কার প্রদান করা হবে। নগদ ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রতিটি ভাষায় পুরস্কার প্রাপকদের নির্বাচন করার জন্য পৃথক কমিটি গঠন করা হবে। যাতে স্বচ্ছতা বজায় থাকে। সেই কমিটিতে বিশিষ্ট লেখকরাও থাকবেন।
  • Link to this news (বর্তমান)