কিস্তোয়ারে জঙ্গিদের বাঙ্কারের হদিশ, মজুত চাল-ম্যাগি সহ কয়েক মাসের পর্যাপ্ত রসদ
বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: পাহাড়ের কোলে সুরক্ষিত বাঙ্কার। ঘন জঙ্গলে গাছের আড়ালে তৈরি এই আস্তানায় আসা-যাওয়ার জন্য রয়েছে একাধিক রাস্তা। চারিদিকে পাথরের দেওয়াল। এনকাউন্টারে বিপদের কোনও সম্ভাবনা নেই। ভিতরে মজুত পর্যাপ্ত খাবার। বাসমতি চাল থেকে শুরু করে ম্যাগি—কী নেই সেখানে! জম্মু-কাশ্মীরের কিস্তোয়ারে জঙ্গিদের এই গোপন ডেরার হদিশ পেয়ে চোখ কপালে উঠেছে যৌথ বাহিনীর।তদন্তকারীদের অনুমান, জঙ্গলের মধ্যে তৈরি এই বাঙ্কারেই থাকত জয়েশ কমান্ডার সইফুল্লা ও তার ডেপুটি আদিল। সামনেই সাধারণতন্ত্র দিবস। এহেন অবস্থায় ভূস্বর্গে জঙ্গি ঘাঁটির হদিশ মিলতেই তদন্তে গতি বাড়িয়েছে যৌথ বাহিনী। সইফুল্লা-আদিলের খোঁজে তল্লাশি জারি রয়েছে। তার মধ্যেই মঙ্গলবার শ্রীনগর-বারামুলা হাইওয়ের ধারে আইইডি উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। বারামুলার পট্টন এলাকার টাকিয়া টাপ্পেরে পেট্রলিংয়ের সময় সেটি বাহিনীর নজরে আসে। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। গত তিনদিন ধরে কিস্তোয়ারে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাশি-১’। মঙ্গলবার ছিল অভিযানের তৃতীয় দিন। বাহিনীর অনুমান, কমপক্ষে তিনজন জয়েশ জঙ্গি কিস্তোয়ারে লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি।সোমবার তল্লাশি চলাকালীন ১২ হাজার ফুট উচ্চতায় তৈরি একটি বাঙ্কারের সন্ধান মেলে। ভিতরে ঢুকতেই স্তম্ভিত হয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা। কী কী ছিল সেখানে? গোপন ওই ডেরা থেকে ৫০ প্যাকেট ম্যাগি, টাটকা সবজি, মশলা, ২০ কেজি বাসমতি চাল, রান্নার গ্যাস ও শুকনো কাঠ উদ্ধার হয়েছে। বাঙ্কারে থাকা রসদ দেখে সেনাকর্তাদের অনুমান, দীর্ঘদিন ধরে ওই বাঙ্কারে লুকিয়ে ছিল জঙ্গিরা। তবে স্থানীয় মদত ছাড়া ওই উচ্চতায় বাঙ্কার তৈরি ও খাবার মজুত করা সম্ভব ছিল না বলে মনে করা হচ্ছে। সেনা সূত্রে খবর, জঙ্গিদের সাহায্য করার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। তাদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।