• ৪০ কিমি পাড়ি, ডুডুয়া নদী পেরিয়ে আলুর খোঁজে লোকালয়ে হাতির দল
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ধূপগুড়ি: এক সময় ধূপগুড়ির গাদং এলাকায় হাতি মানেই ছিল মোরাঘাট রেঞ্জের হাতি। সময়ের সঙ্গে সেই চেনা ছবি বদলেছে। এখন গাদং এলাকায় হাজির হচ্ছে বীরপাড়া ডিভিশনের দলগাঁও রেঞ্জের হাতির দল। প্রায় ৪০ কিলোমিটার পথ পেরিয়ে ঘাটপাড় ও সরুগাঁও গ্রাম হয়ে ডুডুয়া নদী অতিক্রম করে আলুর খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে তারা। এই অস্বাভাবিক গতিবিধি ঘিরে চিন্তায় বনদপ্তর ও স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বরের শেষের দিকে দলগাঁও রেঞ্জ থেকে পাঁচটি হাতি প্রথম গাদং এলাকায় আসে। পরে পথ হারিয়ে তারা মেখলিগঞ্জের উছলপুকরি এলাকায় পৌঁছে যায়। সেখান থেকে ফেরার সময় ধূপগুড়ির ভোটপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দু’টি হাতির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হাতির হানা। গত রবিবার রাতে দলগাঁও রেঞ্জ থেকে ডুডুয়া নদী পেরিয়ে একটি মাকনা ও একটি দাঁতাল হাতি গাদং এলাকায় ঢুকে আলু খেতে ব্যাপক তাণ্ডব চালায়।মোরাঘাটের রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বনদপ্তরের দল এলাকায় পৌঁছে নজরদারি শুরু করে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।গাদং এলাকার বাসিন্দা সাকিল আহমেদ ও সমীর রায় বলেন, আগে এত দূর থেকে হাতি আসত না। হঠাৎ মোরাঘাটের দিক থেকে আসত। এখন ডুডুয়া নদী পেরিয়ে ওপারের হাতি আসছে। মনে হচ্ছে এই এলাকা ধীরে ধীরে হাতির করিডরে পরিণত হচ্ছে।এদিকে রবিবার রাতের পর ধূপগুড়ির কাজিপাড়া হয়ে ফের ডুডুয়া নদী পেরিয়ে ঘাটপাড়–সরুগাঁও গ্রাম হয়ে চ্যাঙমারি টারি দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে ফিরে যায় মাকনা ও দাঁতালটি। আলু খেতে তাদের টাটকা পদচিহ্ন এখনও স্পষ্ট, যা নতুন করে আতঙ্ক বাড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)