• বেলুড়ে কোচিং সেন্টারের ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড়ে ১৯ বছরের এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা এলাকা। সোমবার বিকালে কোচিং ক্লাস শেষে বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। মৃতার নাম শিপ্রা সিংহ। তিনি বেলুড়ের ৩ নম্বর করালীচরণ রায়চৌধুরী রোডের বাসিন্দা। শিপ্রা বিএসসি’র ছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।ওইদিন বিকালে বেলুড়ে গিরিশ ঘোষ রোডের একটি বহুতলে এক শিক্ষিকার কোচিং ক্লাসে পড়তে গিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্লাস শেষ হওয়ার পর ওই তরুণী সবার অলক্ষ্যে উঠে যান ছাদে। সেখান থেকেই আচমকা নীচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছাদের রেলিংয়ের ধারে পরিপাটি করে রাখা ছিল তাঁর জুতো এবং পাশেই রাখা বইয়ের ব্যাগ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, এই ছাত্রী সম্ভবত আত্মঘাতী হয়েছেন। তবে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সমস্ত দিক থেকেই তদন্ত চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় শিপ্রার বাকি সহপাঠীরা কোথায় ছিলেন, ক্লাস ছুটির পর কে কোথায় যান, সেসব জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোচিং সেন্টারের সিসি কামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষিকা ও সংশ্লিষ্টদের বক্তব্যও নথিভুক্ত করা হচ্ছে। যদিও কোচিং সেন্টারের কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে অসুস্থতার কারণে শিপ্রার ছোট বোনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পড়াশোনার অতিরিক্ত চাপও নিতে পারছিলেন না বলে পরিবারের দাবি। সম্প্রতি বাড়ির লোকজনের সঙ্গেও তিনি তেমনভাবে কথা বলছিলেন না। সোমবার বিকালে স্বাভাবিক অবস্থাতেই কোচিংয়ে যান শিপ্রা। কিন্তু ক্লাস শেষে যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। ছাত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
  • Link to this news (বর্তমান)