নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের শুনানিতে হাজির হলেন ক্রিকেটার মহম্মদ সামি। মঙ্গলবার যাদবপুরের বিজয়গড়ের কাটজুনগর বিদ্যাপীঠে শুনানিতে হাজির হন তিনি। এর আগেও একবার ডাক পেয়েছিলেন। কিন্তু ম্যাচ চলায় হাজিরা দিতে পারেননি। তখন তিনি রাজকোটে বাংলা দলের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন। পরে আসবেন বলে জানিয়েছিলেন। সেই মতো এদিন কাটজুনগর স্কুলে এসে নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। যাবতীয় নথি তিনি জমা করেছেন বলেই খবর। অন্যদিকে, বারাসতের ছোটো জাগুলিয়া এলাকায় এসআইআরের শুনানিতে অংশ নিতে দেখা যায় টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। শুনানিতে অংশ নেওয়ার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ উগরে দেন। অভিনেত্রীর কথায়, নির্বাচন কমিশনের কাছে আমার নথিতে কী ভুল আছে, সেটাই তো জানি না। আমার বয়স কম। ভাবুন তো, কত বয়স্ক মানুষকে এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে। সাধারণ মানুষকে নিছক হয়রানি ছাড়া আর কিছুই নয়।