কল্যাণী এইমসে আরএসএসের সম্মেলন! শুরু রাজনৈতিক বিতর্ক
বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
দীপন ঘোষাল, কল্যাণী: এইমস হাসপাতালের অডিটরিয়ামে হল আরএসএসের সম্মেলন। মঙ্গলবার সেই সম্মেলনে হাজির ছিলেন একাধিক বিজেপি নেতা। সরকারি প্রতিষ্ঠানে রাজনীতির বৃত্তে থাকা সংগঠনের সম্মেলন কেন? এই প্রশ্নকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। যা নিয়ে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। যদিও হাসপাতালের সম্মতিতেই এই সম্মেলন বলে সাফ জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর তরফে কল্যাণী এইমস হাসপাতালের অডিটোরিয়ামে বিশিষ্ট নাগরিকদের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দত্তাত্রেয় হোসাবলে। এছাড়াও দক্ষিণ নদীয়ার একাধিক বিজেপি নেতাকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে সেই অনুষ্ঠানে। ব্লকগুলি থেকে আরএসএস কর্মীরা ছাড়াও এই সম্মেলনে যোগ দিয়েছিলেন বিজেপির ছোট বড় নেতাকর্মীরাও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন একটি রাজনীতির সংস্পর্শে থাকা ধর্মীয় সংগঠনের সম্মেলন আয়োজন করা হবে একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে। বিষয়টির কড়া নিন্দা করে তৃণমূলের বক্তব্য, কেন্দ্রীয় হাসপাতালটি কার্যত বিজেপির পার্টি অফিসে পরিণত হচ্ছে। নদীয়া দক্ষিণ অর্থাৎ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্য সরকার এইমস হাসপাতাল তৈরি করার জন্য জমি দিয়েছিল যাতে রাজ্যের মানুষ স্বাস্থ্য পরিষেবা পান। অথচ সেই জমিতে কী হচ্ছে? বিজেপির পরিচালক শক্তি আরএসএসের সম্মেলন! এটিকে ধিক্কার জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না। একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই ধরনের কর্মসূচি নিন্দনীয় এবং বিষয়টি আমরা মানুষের সামনে তুলে ধরব। আমরা রাজ্যে ক্ষমতায় থাকার পরেও রাজ্য সরকারের হাসপাতালের চার দেওয়ালের ভিতরে রাজনৈতিক কর্মসূচি করি না। এটাই তৃণমূলের সঙ্গে বিজেপির তফাৎ। তাই জন্য পশ্চিমবঙ্গে মানুষ বারবার বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূলকে বেছে নিয়েছে।বিষয়টি নিয়ে এইমস হাসপাতালের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের একাধিকবার ফোন করা হলে তোলেনি। উত্তর মেলেনি মোবাইল বার্তারও। বিজেপির কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়কে ফোন করা হলে তিনিও ফোন তোলেননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষই যে এই কর্মসূচির অনুমোদন দিয়েছিল তা স্বীকার করে নেয় আয়োজক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের তরফে সোশ্যাল মিডিয়া ইন চার্জ পার্থিব মুখোপাধ্যায় বলেন, সমস্ত নিয়মকানুন মেনেই আমরা সম্মেলন করেছি। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে সম্মেলন করার আগে।