• একিউআই ২৬৬! নতুন বছরে সবচেয়ে দূষিত দিন কলকাতায়
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীত কমেছে। দিনের বেলায় রোদ চড়া হচ্ছে। গরম খানিক বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও শহরের বায়ু দূষণের সূচক অর্থাত্ একিউআই কিছুতেই কমছে না। বরং বেড়েই চলেছে। ২০ জানুয়ারি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, সবথেকে বেশি দূষণ এদিন ছিল। পরিমাপ, ২৬৬। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি একিউআই ছিল ২৬৩। ৭ জানুয়ারি ছিল ২৬৪। তবে এখনও পর্যন্ত সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে ২০ জানুয়ারি।গত কয়েকদিন ধরে ২০০ ছাড়িয়েছে একিউআই। তার আগের এক সপ্তাহ দেড়শ থেকে ১৮০’র মধ্যে ওঠানামা করছিল। কিন্তু এখন বাতাসে দূষণ কেন বাড়ছে? পরিবেশবিদ স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, ‘শীত কমলেও বহু জায়াগায় মানুষের অভ্যাসের পরিবর্তন হয়নি। রাতের দিকে আগুন জ্বালানো চলছে। সেই কারণে বেশ কিছু জায়গায় একিউআই বেড়ে থাকছে। এর পাশাপাশি নানা কারণে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। সেটাও একিউআই বেড়ে থাকার একটি কারণ।’
  • Link to this news (বর্তমান)