• সমুদ্র থেকে উদ্ধার ১ বাংলাদেশি মৎস্যজীবী
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: গভীর সমুদ্রে ভেসে থাকা বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি জাহাজে করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী টহল দিচ্ছিল। তখন জওয়ানরা ভারতীয় জলসীমার ভিতরে একজনকে ভাসতে দেখেন। দ্রুত তাঁরা জাহাজ নিয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছন এবং বয়া ছুঁড়ে তাঁকে উদ্ধার করেন। তবে ২২ বছর বয়সি ওই মৎস্যজীবী কীভাবে সমুদ্রে ভেসে এলেন, তার ও কারণ জানা যায়নি। উপকূল রক্ষী বাহিনীর প্রাথমিক অনুমান, মাছ ধরার সময় সম্ভবত তিনি নৌকা থেকে পড়ে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তাঁকে সুস্থ করা হয়। সোমবার ওই মৎস্যজীবীকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)