• মদ্যপ ভাইপোর হাতে কাকা খুন
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইছাপুরের বি এন পাল স্ট্রিট এলাকায় ভাইপোর হাতে খুন হলেন কাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পারিবারিক বিবাদের জেরে নিজের কাকা কানাই প্রামাণিকের (৪৮) উপর আচমকা চড়াও হয়েছিল ভাইপো সৈকত প্রামাণিক ওরফে জয়। কানাইবাবুকে বেধড়ক মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ওইদিনই রক্তাক্ত অবস্থায় তাঁকে বারাকপুরের বি এন বসু হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই সেখানে মারা যান কানাইবাবু। ওই রাতেই নোয়াপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত ভাইপোকে। তবে এই প্রথম নয়, আগেও এক কাকাকে সে খুন করেছিল বলে অভিযোগ। সেই সময়ও পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালত থেকে জামিন পায় জয়। তার স্ত্রী এবং তিন বছরের একটি মেয়ে রয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই বাড়িতে এসে অত্যাচার করত জয়। সোমবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরে সে। সেই সময় সে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে এবং কাকিমা ও খুড়তুতো ভাইকে মারধর করে। তখন কাকা কানাই প্রামাণিক বাড়িতে ছিলেন না। ফেরার পর তিনি প্রতিবাদ করলে জয় আচমকা কাকার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত হন কানাইবাবু। ওই সময় তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন পরিবারের আরও কয়েকজন। চিৎকার চেঁচামেচিতে আশপাশের বাড়ির লোকজন চলে আসেন। জয়ের দূর সম্পর্কের এক বোন বুল্টি সাধুখাঁর দাবি, মদ, গাঁজায় আসক্ত জয় প্রতিদিনই বাড়ি ফিরে রুদ্রমূর্তি ধারণ করে। ওই রাতেও তাই ঘটেছিল। সে আগেও একবার কাকাকে মারধরের চেষ্টা করেছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, জয়ের অত্যাচারে তারা রীতিমতো অতিষ্ঠ।স্থানীয় কাউন্সিলার তথা উত্তর বারাকপুর পুরসভার ডেপুটি চেয়ারম্যান শ্রীপর্ণা রায় বলেন, বছর তিনেক আগে আরেক কাকা নব প্রামাণিককে খুন করার অভিযোগ উঠেছিল সৈকতের বিরুদ্ধে। এবার আরও এক কাকা খুন হলেন তার হাতে। আমরা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। তদন্তে নেমে নোয়াপাড়া থানার পুলিশ ওই রাতেই বাড়ি থেকে জয়কে গ্রেপ্তার করেছে। বারাকপুরের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, পারিবারিক বিবাদ থেকেই খুন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)