অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার অ্যাস্ট্রোনট সুনীতা উইলিয়ামস। ২৭ বছরের কর্মজীবন শেষ করে গত ২৭ ডিসেম্বর তিনি অবসর নিয়েছেন বলে মঙ্গলবার নাসা-র তরফ থকে জানানো হয়েছে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় সামান্য বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।