• বন্ধুর প্লেটে হাত ধোয়ার মাশুল, বেঘোরে প্রাণ গেল যুবকের
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৬
  • যুবকের ‘অপরাধ’ তিনি বন্ধুর প্লেটে হাত ধুয়েছিলেন। এই কারণে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই খুনের ঘটনা ঘটেছে তেলঙ্গানা কোল্লুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, বন্ধুর খাওয়ার প্লেটে হাত ধুয়েছিলেন ওই যুবক। এই নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়। এর জেরেই বেঘোরে প্রাণ হারিয়েছেন ওই যুবক।

    এই খুনের ঘটনা ঘটেছে হায়দরাবাদের কাছে কোল্লুরে। মৃতের নাম শ্যাম পাঞ্চাল (২৮)। পুলিশ জানিয়েছে, সেখানকার একটি অ্যাপার্টমেন্টে থাকতেন শ্যাম পাঞ্চাল এবং তাঁর বন্ধু অতুল সাহানি। সোমবার এক সঙ্গে ব্রেকফাস্ট করছিলেন দু’জনে। সেই সময়েই অতুলের প্লেটে হাত ধুয়েছিলেন শ্যাম। এই নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। ওই বচসার সময়েই অতুল আক্রমণ করেন শ্যামকে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মাথায় জোরালো আঘাত লাগে শ্যামের। ওই আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

    ঘটনার পর থেকেই পলাতক অতুল। পুলিশ জানিয়েছে, এই নিয়ে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। কী কারণে তাঁদের মধ্যে ওই বচসা হয় তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)