• সেবাশ্রয়–২: দোতলা মডেল ক্যাম্প পরিদর্শন করলেন অভিষেক
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৬
  • এই সময়: ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়–২’ স্বাস্থ্য শিবিরে এ বার দোতলা মডেল ক্যাম্প তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরাট পরিসর নিয়ে এই দোতলা মডেল ক্যাম্প তৈরি হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষের জন্য এ বার স্পেশালাইজ়্্‌ড চিকিৎসা পরিষেবা দেওয়ার দরজা খুলে দেওয়া গিয়েছে। এই মডেল ক্যাম্প যে কোনও সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামোর সঙ্গে তুলনীয় বলে ক্যাম্পে উপস্থিতি সাধারণ মানুষের পর্যবেক্ষণ। এই মডেল ক্যাম্পে আইসিইউ রয়েছে। তিন জন রোগী এই আইসিইউ–তে এখন চিকিৎসাধীন। ডায়মন্ড হারবার এসডিও ময়দানে এ–ই প্রথম সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের দোতলা মডেল ক্যাম্প তৈরি হওয়ায় অভিষেক মঙ্গলবার এই ক্যাম্পের সর্বত্র ঘুরে দেখেন। এই মডেল ক্যাম্পে ঢোকার আগে স্বাস্থ্য শিবিরের কাছে ভিড় করে থাকা জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

    এই মডেল ক্যাম্পের রেজিস্ট্রেশন ডেস্ক, ফার্মেসি, বিভিন্ন স্পেশালাইজ়্্‌ড চিকিৎসার কক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘুরে দেখেন। অনেকটা জায়গা নিয়ে এই মডেল ক্যাম্প এ বার তৈরি হওয়ায় প্রতিটি কক্ষ আগের বারের তুলনায় এ বার আরও বড় হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, জটিল সমস্যা নিয়ে যে রোগীরা এসেছিলেন, তাঁদের সঙ্গে অভিষেক আলাদা ভাবে কথা বলেছেন। ওই রোগীদের সঙ্গে কথা বলে এই মডেল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা। যদি কোনও রোগীকে অন্যত্র রেফার করার দরকার হয়, চিকিৎসকদের সঙ্গে কথা বলে অভিষেক তার ব্যবস্থা করেছেন। বিশেষ ভাবে সক্ষমদের ট্রাইসাইকেল তুলে দেন সাংসদ। এর আগেও অভিষেক বিশেষ ভাবে সক্ষমদের ট্রাইসাইকেল দিয়েছেন।

    ‘সেবাশ্রয়’–কে থিম করে এ বার একটি নৌকোকে সাজানো হয়েছে। এসডিও মাঠের উল্টো দিকে, নদীতে এই নৌকো ছিল। মডেল ক্যাম্প পরিদর্শন করে অভিষেক সুসজ্জিত নৌকোটি দেখতে যান।

    ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেকের ‘সেবাশ্রয়–২’ স্বাস্থ্য শিবির মঙ্গলবার ৪৭ দিন পূর্ণ করেছে। এই দেড় মাসের বেশি সময়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে মোট ৩১টি ক্যাম্প তৈরি করা হয়েছে। নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ শিবিরে গত ছ’দিনে ১৫ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

    এ দিন অভিষেক এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘গণদেবতা যতদিন আমার পাশে রয়েছেন, জনতার স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আমি দায়বদ্ধ। এটা সাময়িক, শর্তাধীন কিংবা প্রতীকী নয়। এটা ধারাবাহিক পদক্ষেপ।’ কাল, বুধবার ‘সেবাশ্রয়–২’ স্বাস্থ্য শিবিরের প্রথম পর্ব শেষ হবে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রে হবে মেগা–ক্যাম্প।

  • Link to this news (এই সময়)