এই সময়, হুড়া: সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশ 'সার'-এর শুনানিতে হাত শক্ত করেছে তৃণমূলের। সেই আবহে বুধবার পুরুলিয়ার হুড়ার লধুড়কা চণ্ডেশ্বর ময়দানে জেলা সমাবেশ দলের। প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'সার'-এর বাকি পর্ব এবং আসন্ন বিধানসভা ভোটের জন্য কী বার্তা দেবেন তিনি, অপেক্ষায় নেতা-কর্মীরা। সমাবেশে জেলার সংস্কৃতিকে তুলে ধরবে দল।
মঞ্চের প্রবেশপথ সাজানো হয়েছে পুরুলিয়ার আবেগের সঙ্গে সাযুজ্য রেখে টুসু পরবের প্রমাণ মাপের চৌডল দিয়ে। আদিবাসীদের পাতা নাচ ও ছৌ-নৃত্যের শিল্পীরাও থাকবেন। রাজ্য তৃণমূলের তরফে এই সমাবেশের জন্য তিন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক সুজয় বন্দোপাধ্যায়, সম্পাদক হংসেশ্বর মাহাতো ও বিধায়ক সুশান্ত মাহাতো।
তাঁরা মঙ্গলবার জানান, জেলার ন'টি বিধানসভা কেন্দ্রের সব প্রান্ত থেকে নেতা-কর্মীরা এই সমাবেশে আসবেন। তৃণমূল সূত্রে খবর, 'সার' নিয়ে আতঙ্কে যাঁরা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি যাঁদের খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করেছে কমিশন, সেই জীবিত ভোটাররাও সমাবেশে থাকতে পারেন। দলের জেলা সভাপতি রাজীবলোচন সরেন বলেন, 'আমাদের নেতার বক্তব্য শুনতে কর্মীরা উৎসুক।'