• শহরে কোথায় থাকবে বাহিনী? থানার কাছে রিপোর্ট চাইল লালবাজার
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৬
  • এই সময়: দুয়ারে কড়া নাড়ছে রাজ্য বিধানসভা নির্বাচন। ক’দফায় এ বার ভোট হবে তা এখনও স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(সার) প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা ঠিক কবে প্রকাশিত হবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। তবে কলকাতা পুলিশ ভোটের প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় বাহিনী এলে কোথায় তাঁদের রাখা হবে তার পরিকাঠামো তৈরির কাজ শুরু করে দিল।

    লালবাজার ইতিমধ্যেই থানাগুলিকে চিঠি দিয়ে সম্ভাব্য স্পর্শকাতর এলাকাগুলি সম্পর্কে জানতে চেয়েছে। এরই পাশাপাশি স্কুল, কলেজ, অতিথিশালা, গেস্টহাউসে কত কেন্দ্রীয় বাহিনী রাখা সম্ভব, সেখানকার পরিকাঠামো সম্পর্কেও বিস্তারিতভাবে আগামী মঙ্গলবারের মধ্যে থানাগুলিকে জানাতে বলা হয়েছে। কারণ, বাহিনীর জওয়ানদের সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকে। এ ছাড়া পানীয় জল, উপযুক্ত শৌচালয়ের ব্যবস্থা করাও প্রয়োজন। যাতে বাহিনীর প্রত্যেকে একসঙ্গে তা ব্যবহার করতে পারে।

    সরকারি সূত্র বলছে, গতবারের মতো আট দফার বদলে এ বার এক-দুই অথবা তিন দফাতে ভোট শেষ করার ইঙ্গিত রয়েছে। এ জন্য অবশ্যই বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে আগেই জানিয়ে দিয়েছে এ বার বিধানসভা ভোটে ৩৬ হাজারের বেশি পুলিশ কর্মী ভোটের কাজে দিতে পারবেন না। ২০২৪–এ লোকসভা নির্বাচনে কলকাতার জন্য ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এ বারে বেশি জওয়ান এলে শহরে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য বেশি জায়গা লাগবে। লালবাজার তাই চলতি মাসের মধ্যেই বাহিনীকে রাখার জন্য পরিকাঠামো সংস্কারে ঠিক কত খরচ হবে তার বাজেট তৈরি করে ফেলতে চায়।

  • Link to this news (এই সময়)