• আসন্ন বিধানসভা নির্বাচনে বাড়তি ভাড়ার দাবিতে কমিশনের কাছে চিঠি
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৬
  • এই সময়: ‘সার’ নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনে বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিল বাস মালিকদের সংগঠন। ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’র তরফে মঙ্গলবার কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে, নির্দিষ্ট হারে ভাড়া না বাড়ালে ভোটের কাজে বাস দেওয়া সম্ভব নয়।

    চিঠিতে বলা হয়েছে, ৪০ আসনের বেশি বাসের দৈনিক ভাড়া ৪৫০০ টাকা, ৩০–৪০ আসনের বাসের জন্য ৪০০০ টাকা এবং ৩০ আসনের কম বাসের জন্য ৩৫০০ টাকা দিতে হবে। বাতানুকূল বাসের ক্ষেত্রে ভাড়া ধার্য করা হয়েছে দৈনিক ৫৫০০ টাকা। পাশাপাশি চালক ও বাসে থাকা কর্মীদের জন্য মাথাপিছু দৈনিক ৫০০ টাকাও দাবি করা হয়েছে ওই চিঠিতে।

    বাস মালিকদের একাংশের অভিযোগ, ২০২৪–এর লোকসভা নির্বাচনে বাস পিছু ভাড়া ছিল ২০০০–২৩‍০০ টাকা এবং এখনও বহু জেলায় সেই বকেয়া মেটানো হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘ওডিশার তুলনায় বাংলায় কম ভাড়া দেওয়া হয়। সেই কারণেই এ বার কঠোর অবস্থান নেওয়া হয়েছে।’

  • Link to this news (এই সময়)