• কেন্দ্রের বন্ধ হিন্দুস্তান কেবলসের জমিতে শিল্প গড়তে উদ্যোগী রাজ্য
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • সুমন তেওয়ারি, আসানসোল: কেন্দ্রীয় সরকারের বন্ধ কারখানার পরিত্যক্ত জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার। সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলসের কারখানা বহুকাল ধরে বন্ধ। সেই জমি শিল্পায়নের কাজে ব্যবহার করতে চায় রাজ্য। ইতিমধ্যেই জমিটি পরদর্শন করে গিয়েছে কেন্দ্রের প্রতিনিধি দল। সঙ্গী ছিলেন রাজ্যেরও আধিকারিকরা। যৌথ পরিদর্শনের পর আশার আলো দেখছে সালানপুরবাসী। হিন্দুস্তান কেবলসের ৯৪৭ একর জমির মালিকানা কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের অধীনে। প্রথম পর্যায়ে সেই জমি থেকেই ১৫০ একর জমি চেয়ে আবেদন করেছে রাজ্য। তারই ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রকের আন্ডার সেক্রেটারি কেডি প্রসাদ সোমবার রাজ্যের প্রতিনিধিদের নিয়ে বন্ধ কারখানার জমি পরিদর্শন করেছেন। জমিটি কি পর্যায়ে রয়েছে তা, খতিয়ে দেখে যৌথ টিম। বিধানসভা ভোটের আগে রাজ্যের এই উদ্যোগে শিল্পায়নের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বলে মনে করা হচ্ছে। ক’দিন আগে সিঙ্গুরের মাঠে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিল্প নিয়ে সেখানে কোনও মন্তব্য করেনি। তা নিয়ে তীব্র চর্চা চলছে। অথচ, তৃণমূল শিল্প-বিরোধী বলে অষ্টপ্রহর আক্রমণ করে চলেছেন বিজেপি নেতারা। সিঙ্গুর নিয়েও গেরুয়া বানের মুখে বারবার পড়তে হয়েছে তৃণমূলকে। স্বাভাবিকভাবেই সিঙ্গুরে প্রধানমন্ত্রীর নীরবতাকে হাতিয়ার করেছে রাজ্যের শাসক শিবির। এরমধ্যেই সালানপুরে শিল্পায়নের উদ্যোগ তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    হিন্দুস্থান কেবলসের জমিতে শিল্প গড়ার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিল রাজ্য। প্রথম পর্যায়ে ১৫০ একর জমি চিহ্নিত হয়। সেই জমি হস্তান্তরের আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দফায় দফায় আলোচনার পর এদিন পরিদর্শন হয়। জানা গিয়েছে, দেশবন্ধু পার্ক সংলগ্ন বিশাল ফাঁকা জায়গা, আপারকেশিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন জলাধর ঘেষা এলাকা পরিদর্শন করেছে উচ্চ পর্যায়ের যৌথ প্রতিনিধি দল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এইসব জায়গাগুলি প্রথম পর্যায়ে রাজ্য নিতে চলেছে। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, বিনামূল্যে জমি পাবে না রাজ্য। দেড়শো একর জমির ভ্যালুয়েশন বের করবে রাজ্যের ভূমি-রাজস্ব দপ্তর। সেই রিপোর্ট কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের কাছে পাঠানো হবে। রাজ্য ভ্যালুয়েশন মোতাবেক টাকা দেওয়ার পরই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।

    হিন্দুস্তান কেবলসের পরিত্যক্ত বিশাল পরিমাণ জমিতে রাজ্য কী করবে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এ নিয়ে মুখ খোলেননি সরকারি আধিকারিকরাও। তবে সূত্রের খবর, রাজ্য সম্ভবত শিল্পতালুক গড়তে পারে সালানপুরে। একাধিক বেসরকারি সংস্থা রাজ্যের কাছে জমি নিতে আগ্রহ দেখিয়েছে। শিল্পতালুক হলে এলাকায় বহু মানুষের কর্মসংস্থান হবে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। দলের রাজ্য সাধারণ সম্পাদক অরিজিৎ রায় বলেন, ‘২০২৬ সালে রাজ্যে পরিবর্তন হবে। সরকার গঠন করবে বিজেপি তখনই রাজ্যে শিল্প সম্ভাবনা উজ্জ্বল হবে। তৃণমূল কংগ্রেসের দ্বারা শিল্প গড়া সম্ভব নয়।’

    যদিও এলাকা সূত্রে জানা গিয়েছে, হিন্দুস্থান কেবলস খোলা নিয়ে ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতৃত্ব। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে কারখানা খোলা নিয়ে আবির পর্যন্ত খেলে ছিলেন বিজেপি নেতারা। কিন্তু, শেষমেষ তা আর হয়নি। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেন, ‘জনগণকে ধোঁকা দিতে বিজেপির জুড়ি মেলা ভার! তৃণমূল যা বলে, তাই করে।’
  • Link to this news (বর্তমান)