• কলকাতায় ৩ লাখের সীমা পেরোল রুপো, দিল্লিতে দেড় লক্ষ পার সোনার দাম
    বর্তমান | ২১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে মঙ্গলবার দেড় লক্ষ টাকার সীমা পেরিয়ে গেল সোনা। কলকাতায় তিন লক্ষ টাকার গণ্ডি পেরোল রুপো। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গিয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকা। সোমবার সেই দর ছিল ১ লক্ষ ৪৫ হাজার ১৫০ টাকা। রাজধানী দিল্লিতে এদিন একধাপে ৫ হাজার ১০০ টাকা দাম বেড়ে সোনা পৌঁছায় ১ লক্ষ ৫৩ হাজার ২০০ টাকায়। কলকাতায় এদিন কেজি প্রতি খুচরো রুপোর দর ৩ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। সোমবার সেই দর ছিল ২ লক্ষ ৯৬ হাজার ১৫০ টাকা। একদিনে দাম বেড়েছে কেজি প্রতি ১৮ হাজারের বেশি। দিল্লিতে একদিনে ২০ হাজার ৪০০ টাকা বেড়ে রুপো পৌঁছেছে ৩ লক্ষ ২৩ হাজার টাকায়।
  • Link to this news (বর্তমান)